দেশ বিভাগে ফিরে যান

বুথ ফেরত সমীক্ষায় দুই রাজ্যেই বিজেপির ভরাডুবি

অক্টোবর 6, 2024 | < 1 min read

জম্মু ও কাশ্মীর বা হরিয়ানা দুই রাজ্যের এক্সিট পোলেই চাপে বিজেপি ৷ বুথ ফেরত সমীক্ষায় ইন্ডিয়া জোটের জয়জয়কার ৷ সমীক্ষা হরিয়ানায় এক দশক বাদে কংগ্রেসের ফিরে আসার পূর্বাভাস যেমন দিয়েছে তেমনই জম্মু-কাশ্মীরে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স জোটের ক্ষমতায় আসার ইঙ্গিত দিয়েছে ৷হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীর দুই বিধানসভাতেই ৯০ জন সদস্য রয়েছেন ৷

দুই রাজ্যের বিধানসভা ভোটের গণনা হবে ৮ অক্টোবর। তার আগে অবশ্য শনিবার সামনে এসেছে হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরের এক্সিট পোল ৷ আর সেই সমীক্ষায় জোটের পাল্লা ভারী থাকায় স্বাভাবিকভাবেই উৎসবের মেজাজ কংগ্রেস শিবিরে ৷ হরিয়ানায় ৯০ আসনের মধ্যে কংগ্রেস ৫৬ এবং বিজেপি ২২টি আসন জিততে পারে বলে জানিয়েছে পিপলস পালস। ধ্রুব রিসার্চ নামে আর একটি সংস্থা জানিয়েছে, হরিয়ানায় কংগ্রেস ৫৭ থেকে ৬৪টি আসন পেতে পারে।

বিজেপি পাবে ২৭ থেকে ৩২টি।৯০ আসনের জম্মু-কাশ্মীর বিধানসভায় কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স ৪৭-টির বেশি আসন পেতে চলেছে বলে পিপলস পালস। দৈনিক ভাষ্কর খবরের কাগজের আভাসও তাই। হরিয়ানা এবং জম্মু-কাশ্মীরে তারাও কংগ্রেস এবং বিজেপি বিরোধীদের এগিয়ে রেখেছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মোদি-শাহের রাজ্যে গণধর্ষণের শিকার কিশোরী,কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ
FacebookWhatsAppEmailShare
টি-২০ বিশ্বকাপে আজ ভারত-পাকিস্তান দ্বৈরথ
FacebookWhatsAppEmailShare
বিজেপি শাসিত ত্রিপুরায় বন্ধ ঐতিহ্যশালী দুর্গাপুজো, উৎসবে ফিরতে নারাজ উদ্যোক্তারা
FacebookWhatsAppEmailShare