NEWSZNOW বাংলা

... ...

বাংলা ENGLISH

ব্যক্তিত্ব বিভাগে ফিরে যান

রতন টাটা উইলে লিখে গেলেন পোষ্য টিটোর নাম, সম্পত্তিতে ভাগ রাঁধুনি-পরিচারককেও

অক্টোবর 26, 2024 < 1 min read

৯ অক্টোবর, কয়েকদিনের রোগভোগের পর প্রয়াত হন শিল্পপতি রতন টাটা। বার্ধক্যজনিত কারণে তার আগের কয়েকদিন ভর্তি ছিলেন হাসপাতালে। এবার প্রকাশ্যে এল তাঁর উইলের কথা।সম্পদের পরিমাণ প্রায় ১০০০০ কোটি টাকা ৷ ভাইবোন, গৃহ সহযোগী থেকে শুরু করে সহকারী শান্তনু নাইডু এবং জার্মান শেফার্ড টিটোও সেই সম্পত্তির অংশীদার ৷ উইল করে এমন ব্যবস্থাই করে গিয়েছেন রতন টাটা ৷ যে উইল তিনি তৈরি করে গিয়েছেন, তাতে লেখা আছে তাঁর প্রিয় পোষ্য টিটোর যেন যত্নের কোনও অভাব না হয়। রতন টাটার পোষ্য জার্মান শেফার্ডটি যতদিন বাঁচবে, তার সবরকমের সেবা-যত্নের নির্দেশ দিয়ে গিয়েছেন তিনি। দীর্ঘ ছ’বছরেরও বেশি সময় টিটোর সঙ্গে কাটিয়েছেন তিনি।

এছাড়াও যারা দীর্ঘদিন ধরে তাঁর খেয়াল রেখেছিলেন, তাঁদেরও ভোলেননি রতন টাটা। নিজের উইলে সম্পত্তির একটি অংশ লিখে দিয়েছেন রাঁধুনি রজন সাউয়ের নামে। তিন দশক ধরে তাঁর পরিচারক ছিলেন সুব্বিয়া। তাঁর নামও উইলে লিখে গিয়েছেন রতন টাটা। পরিবারের মধ্যে নিজের ভাই বলতে ছিলেন জিমি টাটা। তাঁর জন্য যেমন সম্পত্তির একটি অংশ লিখে দিয়েছেন তেমনই দুই সৎ বোন শিরিন ও ডিয়ানার জন্যও সম্পত্তি রেখে গিয়েছেন রতন টাটা। বাকি সম্পত্তি তিনি টাটা ফাউন্ডেশনের নামে লিখে দিয়েছেন।টাটা সন্সে রতন টাটার যে অংশীদারিত্ব ছিল, তা রতন টাটা এনডাওমেন্ট ফাউন্ডেশনে হস্তান্তর করা হবে। টাটা গ্রুপের সংস্থাগুলিতেও রতন টাটার যে শেয়ার ছিল, তাও এই ট্রাস্টেই হস্তান্তর করা হবে।রতন টাটার যে ২০-৩০টি লাক্সারি গাড়ি এবং কোলাবায় হালেকাই হাউস ছিল, তার ভবিষ্যৎ এখনও নির্ণয় হয়নি। তবে মনে করা হচ্ছে, গাড়িগুলি পুণে মিউজিয়ামে পাঠানো হতে পারে বা নিলাম করে দেওয়া হতো পারে। বম্বে হাইকোর্ট এই সমস্ত সম্পত্তির পর্যালোচনা করবে।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

প্রয়াত উস্তাদ জাকির হুসেন, শোকের ছায়া সঙ্গীতজগতে

FacebookWhatsAppEmailShare

বিয়ে ভাঙলো এআর রহমানের, ২৯ বছরের দাম্পত্যে ইতি

FacebookWhatsAppEmailShare

‘এটাই শেষ মরশুম’, বাংলার হয়ে খেলেই অবসর ঘোষণা ঋদ্ধিমান সাহার

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...