দেশ বিভাগে ফিরে যান

কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার

নভেম্বর 14, 2024 | < 1 min read

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বুধবার এক বিস্ফোরক দাবি করেছেন যে বিরোধী দল বিজেপি, তার সরকারকে উৎখাত করার উদ্দেশ্যে ৫০ জন কংগ্রেস বিধায়ককে ৫০ কোটি টাকা প্রস্তাব করেছে। সিদ্দারামাইয়া এই অভিযোগ করেন মাইসুরু জেলার টি নরসিপুরা বিধানসভা কেন্দ্রের একটি সরকারি প্রকল্পের উদ্বোধন করার সময়।মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছেন, “বিজেপি তাদের সরকারের পতন ঘটানোর জন্য ৫০ জন কংগ্রেস বিধায়ককে ৫০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব করেছিল। তবে, আমাদের দলের কোনো বিধায়কই এই প্রস্তাবে রাজি হননি।”

তিনি বলেন, এই অভিযোগের প্রেক্ষিতে বিজেপি এখন তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করতে প্রস্তুত। সিদ্দারামাইয়া আরও বলেন, “এত বড় পরিমাণ টাকা বিজেপি কোথা থেকে পাচ্ছে? এটি স্পষ্ট যে তারা এর মাধ্যমে অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা করছে।”সিদ্দারামাইয়া দাবি করেছেন যে, বিজেপি সরকার উৎখাত করার জন্য বিভিন্ন অনৈতিক উপায় অবলম্বন করছে। বিজেপির নেতা বিএস ইয়েদিউরপ্পা, বাসভরাজ বোমাই এবং আর অশোকদের নাম উল্লেখ করে তিনি প্রশ্ন করেছেন, “এই টাকা তারা কোথা থেকে পাচ্ছে? তারা কি বিএস ইয়েদিউরপ্পা, বাসভরাজ বোমাই বা আর অশোকদের মাধ্যমে টাকা ছাপাচ্ছে?”এছাড়া, তিনি বিজেপির রাজ্য সভাপতি বি.ওয়াই. বিজয়েন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তার নেতৃত্বে এই ধরনের অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে।

সিদ্দারামাইয়া মনে করেন, এই ধরনের কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে।উল্লেখ্য, মুডা অর্থাৎ মাইশুরু নগর নিগম উন্নয়ন সংস্থায় দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরেই চাপে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। মুখ্যমন্ত্রী পদে বসার এক বছরের মধ্যেই গুরুতর অভিযোগ ওঠে সিদ্দারামাইয়ার বিরুদ্ধে। ৩ জন আন্দোলনকারী রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরকারি জমির প্লট নিয়ে দুর্নীতির অভিযোগ আনেন। আপাতত এই মামলার তদন্ত করছে লোকায়ুক্ত এবং ইডি। সেই তদন্তের মধ্যেই বিস্ফোরক এই অভিযোগ করলেন সিদ্দারামাইয়া।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মাঠে ফিরেই বাজিমাত, কামব্যাকে ৪ উইকেট সামির
FacebookWhatsAppEmailShare
কোচিং সেন্টারের বিজ্ঞাপনে টপারের ছবি, ১০০% চাকরির নিশ্চয়তা নিয়ে কড়া নির্দেশিকা কেন্দ্রের
FacebookWhatsAppEmailShare
দ্রুত শুনানির জন্য মৌখিক আর্জি আর গ্রাহ্য নয় সুপ্রিম কোর্টে
FacebookWhatsAppEmailShare