মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-এর ডাকা জরুরি বৈঠকে গরহাজির ১৪ বিজেপি সহ ২৫ বিধায়ক
নভেম্বর 19, 2024 < 1 min read
রাজ্যের চলতি হিংসাত্মক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য দলের সব মন্ত্রী ও বিধায়কদের বৈঠকে ডেকেছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। এই জরুরি বৈঠকে ২৫ জন বিধায়কের অনুপস্থিতিতে গুঞ্জন শুরু হল রাজ্যের রাজনৈতিক মহলে। এই ২৫ জনের মধ্যে ১৪ জন বিজেপি বিধায়ক, যারা মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে উপস্থিত হননি।জানা গেছে, কোনও কারণ না দেখিয়েই সাত বিজেপি বিধায়ক সহ এগারো জন এই বৈঠকে উপস্থিত হননি। এছাড়াও কুকি-জো বিধায়করা এই বৈঠকে যোগ দেননি। ক’দিন আগেই সাত বিজেপি বিধায়ক সহ দশজন কুকি-জো বিধায়ক এক বিবৃতি প্রকাশ করে এন বীরেন সিং-এর প্রতি অনাস্থা জানিয়েছিলেন।রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ এক বিবৃতিতে বলেছে, গত বছরের ৩ মে থেকে ১৯ মাস হয়ে গেল মণিপুর অশান্ত।
কেন্দ্র ও রাজ্য সরকারের উচিত আরও কঠোর ব্যবস্থা নেওয়া। এককদম এগিয়ে আরএসএসের ছাত্র সংগঠন বিদ্যার্থী পরিষদ বলেছে, মণিপুরের পরিস্থিতি সামাল দিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার চূড়ান্ত ব্যর্থ। ঘটনা চক্রে মণিপুরে ২০১৬ সাল থেকে ডবল ইঞ্জিন অর্থাৎ কেন্দ্র ও রাজ্যে বিজেপির সরকার ক্ষমতায়।এ দিকে, চূড়াচাঁদপুরে একটি ‘কফিন ব়্যালি’-র ডাক দিয়েছে কুকিরা। পুলিশের গুলিতে ১০ কুকির মৃত্যু নিয়ে এই প্রতিবাদ বলে জানানো হয়েছে। স্কুলের ছাত্রদেরও এই ব়্যালিতে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে কুকিদের। কালো পোশাক পরে ব়্যালিতে হাঁটবেন বিক্ষোভকারীরা। যৌথ বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে কুকি স্টুডেন্টস অর্গানাইজ়েশন এবং মার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। ব়্যালিতে আনা হবে ১০টি কফিন। যা মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতীকী প্রতিবাদ হবে বলে জানানো হয়েছে আয়োজকদের তরফে।
NewszNow
বাংলা থেকে নিরপেক্ষ সংবাদ | Unbiased news from Bengal
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রাত্য’র - NewszNow
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রা...দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা - NewszNow
দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা NewszNow পার্বণ -কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার - NewszNow
কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার ...