দেশ বিভাগে ফিরে যান

২০২৯ সালে মহিলা ভোটারের সংখ্যা বেশি হয়ে যাবে পুরুষদের থেকে

এপ্রিল 19, 2024 | < 1 min read

এসবিআই রিসার্চ সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে। , যেখানে বলা হচ্ছে দেশে মহিলা ভোটারের সংখ্যা এই মুহূর্তে প্রায় পুরুষদের সমান। কিন্তু, ২০২৯ লোকসভা নির্বাচন পর্যন্ত মহিলা ভোটারের সংখ্যা পুরুষদের ছাপিয়ে যেতে পারে।

স্বাধীনতার পর দেশে পুরুষ ও মহিলাদের ভোটে অংশগ্রহণের ক্ষেত্রে পার্থক্য ছিল ১৫%-এরও বেশি। সেই ব্যবধান ২০১৪ সালে দাঁড়িয়েছিল মাত্র ১.৫%-এ। ২০২৪-এ এসে সংখ্যাটা প্রায় সমান সমান।

এসবিআই রিসার্চ প্রকাশিত ওই রিপোর্টে জানা গিয়েছে, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল সাড়ে ৮৯ কোটি। তার মধ্যে মহিলা ভোটারের মোট সংখ্যা ছিল ৪৩কোটি। রিপোর্ট অনুযায়ী, তার মধ্যে ১৯ কোটি মহিলা ভোট দেন। এবার ২০২৪ লোকসভা নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৯৬ কোটি ৮০ হাজার। এর মধ্যে ৪৯ কোটির বেশি পুরুষ ভোটার। ৪৭ কোটি মহিলা ভোটার।

রিপোর্ট বলছে, ২০২৯ সালের সাধারণ নির্বাচনে ৭৩ কোটি ভোটার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন। তাদের মধ্যে ৩৭ কোটি মহিলা ও ৩৬ কোটি পুরুষ হওয়ার সম্ভাবনা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

‘এক দেশ, এক নির্বাচন’-এর পথে রয়েছে কী কী ‘কাঁটা’?
FacebookWhatsAppEmailShare
হ্যাক হল সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল
FacebookWhatsAppEmailShare
নভেম্বরেই আইপিএল নিলাম
FacebookWhatsAppEmailShare