বাংলা বিভাগে ফিরে যান

স্ক্রুটিনি ছাড়াই পাশ গুরুত্বপূর্ণ বিল! নাড্ডাকে চিঠি রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েনের

আগস্ট 28, 2024 | < 1 min read

নতুন সরকার গঠনের পর প্রায় ৪ মাস হতে চলল। সংসদের আস্ত অধিবেশনও শেষ। অথচ এখনও কোনও মন্ত্রকেরই সংসদীয় কমিটি গঠন হয়নি। ফলে গুরুত্বপূর্ণ বিল সরকার পাশ করাচ্ছে কোনওরকম স্ক্রুটিনি ছাড়াই। এমনই অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস। নতুন সরকার গঠনের ৪ মাস সময় পেরিয়ে গেলেও কোনো মন্ত্রকের কমিটি গঠনের দিকে নজর নেই মোদি সরকারের। এবার দ্রুত কমিটি গঠনের দাবিতে মোদি সরকারের মন্ত্রী জে পি নাড্ডাকে চিঠি লিখলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন।

চিঠিতে দ্রুত সংসদীয় কমিটি গঠনের দাবি জানিয়েছেন ডেরেক।চিঠিতে তৃণমূলের রাজ্যসভার দলনেতা লিখেছেন, “সব দলকে বলা হয়েছিল ১৭ জুলাইয়ের মধ্যে নিজেদের প্রতিনিধিদের নাম জানিয়ে দিতে। তৃণমূল ১২ জুলাইয়ের মধ্যে সব কমিটিতে নিজেদের প্রতিনিধিদের নাম জানিয়ে দেয়। আমাদের মৌখিকভাবে আশ্বাস দেওয়া হয়েছিল কমিটি গঠন হয়ে যাবে বাদল অধিবেশন চলাকালীনই। অথচ, আগস্টের শেষেও সেটা হল না।” পরিসংখ্যান তুলে ধরে তাঁর দাবি, ২০১৪-২৪ পর্যন্ত ১০ বছরে মাত্র ১৩ শতাংশ বিল স্ক্রুটিনির জন্য পাঠিয়েছে সরকার।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

উৎসবের আবহে বন্যার্ত মানুষদের ভুললে চলবে না, বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা
FacebookWhatsAppEmailShare
আজ পাহাড়ে চা শ্রমিকদের ১২ ঘণ্টার বন‍ধ
FacebookWhatsAppEmailShare
‘‌দুয়ারে মা ক্যান্টিন’‌, বানভাসী গ্রামবাসীদের দেওয়া হচ্ছে ভাত–ডাল–ডিম
FacebookWhatsAppEmailShare