দেশ বিভাগে ফিরে যান

চিকিৎসকদের সুরক্ষার দাবিতে মোদিকে চিঠি আইএমএ-র

আগস্ট 18, 2024 | < 1 min read

চিকিৎসকদের পর্যাপ্ত নিরাপত্তার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। প্রধানমন্ত্রীর কাছে একাধিক দাবি জানানো হয়েছে চিকিৎসকদের তরফে। মূলত ৫ দফা দাবি জানানো হয়েছে আইএমএ এর তরফে।

এই দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বিমানবন্দরের ধাঁচে হাসপাতালগুলির সুরক্ষা নিশ্চিত করা। এছাড়া হাসপাতালগুলিতে চিকিৎসকদের জন্য বিশেষ রেস্ট রুমের ব্যবস্থা করা। চিকিৎসকদের নিরাপত্তার অধিকারকে গুরুত্ব দিয়ে হাসপাতালগুলিকে বাধ্যতামূলক ভাবে নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তোলারও দাবি জানানো হয়েছে। হাসপাতালে সিসিটিভি, নিরাপত্তা কর্মী মোতায়েনের পাশাপাশি সকলে যাতে নিরাপত্তা বিধি মেনে চলেন তা সুনিশ্চিত করা।

পাশাপাশি চিঠিতে আরও লেখা হয়েছে, এই বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে হাসপাতালে তা বাস্তবায়িত করলে মহিলা চিকিৎসকরা তাঁদের কর্মস্থলে আত্মবিশ্বাস ফিরে পাবেন। কারণ সারা দেশে ৬০ শতাংশ চিকিৎসক মহিলা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মণিপুরে বিতর্কিত আফস্পার মেয়াদ বাড়াল কেন্দ্র
FacebookWhatsAppEmailShare
‘সব জরুরি কাজই করবেন জুনিয়র ডাক্তারেরা’, মন্তব্য প্রধান বিচারপতির
FacebookWhatsAppEmailShare
‘রাজনীতি থেকে দেবতাদের দূরে রাখুন,’তিরুপতির লাড্ডু নিয়ে নাইডুকে তিরস্কার সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare