নোটায় বেশি ভোট পড়লে ফের নির্বাচন? কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট
নোটার বিষয়ে নির্বাচন কমিশনকে নোটিশ দিলো সুপ্রিম কোর্ট।সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রর বেঞ্চ নির্বাচন কমিশনকে নোটা সম্পর্কিত বিধি পরীক্ষা করতে বলেছে।
পেশায় লেখক এবং মোটিভেশনাল স্পিকার শিব খেরা সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করেছিলেন। নোটার চেয়ে কোনও প্রার্থী কম ভোট পেলে, পাঁচ বছরের জন্য তাঁর ভোটে দাঁড়ানোর অধিকার কেড়ে নেওয়ার আর্জি জানান তিনি।এই মামলায় সওয়াল করতে গিয়ে মামলাকারীর আইনজীবী গোপাল শঙ্করনারায়ন সুরাটের নির্বাচনের প্রসঙ্গ তোলেন।
তিনি বলেন, সদ্যই সুরাটে বিজেপি প্রার্থীর কোনও প্রতিপক্ষ না থাকায় ভোট বাতিল হয়েছে। কিন্তু এই ধরনের পরিস্থিতিতে ভোট বাতিল করা উচিত নয়। বরং ভোট করানো উচিত।