দেশ বিভাগে ফিরে যান

চ্যাম্পিয়ন্স ট্রফি বিতর্ক, আয়োজনের দৌড়ে তিন দেশ

নভেম্বর 12, 2024 | < 1 min read

টুর্নামেন্ট আয়োজন করবে না বলে আইসিসিকে চাপে ফেলার চেষ্টা করছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে পালটা প্যাঁচে পড়ে গেল তারাই। কেননা শেষ মুহূর্তে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব ছাড়লে বিকল্প কেন্দ্র তৈরি রয়েছে বলে খবর।বিসিসিআইয়ের তরফে সোজাসুজি বলে দেওয়া হয়েছে, কোনওভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে ভ্রমন করা সম্ভব নয়। বরং হাইব্রিড মডেলে যদি টুর্নামেন্টের আয়োজন করা হয় তাহলে অংশগ্রহণ করতে পারে টিম ইন্ডিয়া।

ভারতের হাইব্রিড মডেলের প্রেক্ষিতে পাকিস্তানের বক্তব্য কী, তা সরাসরি এবার পিসিবির কাছে জানতে চাইল আইসিসি।হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজিত হলেও আয়োজক দেশের স্বত্ব থাকবে পাকিস্তানের কাছেই। সেই সঙ্গে আইসিসির তরফে পুরো হোস্টিং মানি-ও পাবে পিসিবি। তবে ভারতকে বাদ দিয়ে পাকিস্তানে কোনওভাবেই পুরো টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয়।পাকিস্তান যদি হাইব্রিড মডেলে রাজি না হয় এবং ভারত যদি পাকিস্তানে খেলতে যেতে রাজি না হয়, তা হলে পুরো প্রতিযোগিতাই সরিয়ে দিতে পারে আইসিসি। সে ক্ষেত্রে কোনও নিরপেক্ষ দেশে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই প্রতিযোগিতা শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহি, দক্ষিণ আফ্রিকার মতো দেশে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দ্রুত শুনানির জন্য মৌখিক আর্জি আর গ্রাহ্য নয় সুপ্রিম কোর্টে
FacebookWhatsAppEmailShare
ইন্ডিয়া জোটের বয়কটের জেরে পিছিয়ে গেল জেপিসি সফর
FacebookWhatsAppEmailShare
ফের উত্তপ্ত মণিপুর, কুকি সংগঠনের বনধের ডাক, জারি কারফিউ
FacebookWhatsAppEmailShare