বাংলা বিভাগে ফিরে যান

আজ থেকে শুরু হল উচ্চমাধ্যমিক, চলবে ২৭ এপ্রিল পর্যন্ত

এপ্রিল 2, 2022 | < 1 min read

আজ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এই প্রথমবার নিজেদের স্কুলেই উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা পরীক্ষা দেবেন। সেজন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেইসঙ্গে পরীক্ষা হলের মধ্যে কোন কোন বিষয় নিয়ে পড়ুয়াদের সতর্ক থাকতে হবে।

সেই বিষয়গুলি দেখে নিন –

● কক্ষে মোবাইল নেই, তা নিশ্চিত করেই দেওয়া হবে প্রশ্নপত্র।

● কোনো পরীক্ষার্থীর কাছে মোবাইল পাওয়া গেলে তার মোবাইল বাজেয়াপ্ত ও সেদিনের পরীক্ষা বাতিল করা হবে। পরে মোবাইল ব্যবহার প্রমাণিত হলে পুরো পরীক্ষাই বাতিল হতে পারে।

● পরীক্ষা শুরুর এক ঘন্টার মধ্যে পরীক্ষার্থীরা যেতে পারবেননা শৌচাগারে।

● ২ ঘন্টা ৪৫ মিনিট, অর্থাৎ ১২:৪৫-এর আগে কোনো পরীক্ষার্থী খাতা জমা দিয়ে বেরোতে পারবেন না।

কোন কোন কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ‘আরএ’ বা ‘রিপোর্টেড এগেনস্ট’ করা হতে পারে?

● মোবাইল নিয়ে প্রবেশ করলে, টোকাটুকি করলে।

● ইনভিজিলেটর বা শিক্ষক-শিক্ষিকাকে নিগ্রহ করলে।

● পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর করলে।

● খাতার পার্ট এ, পার্ট বি একসঙ্গে জমা না দিলে বা অতিরিক্ত পাতা জমা না দিলে।

‘আরএ’ হলে পরীক্ষার্থীকে সর্বোচ্চ সেই বছর পরীক্ষায় না বসতে দেওয়া হতে পারে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ব্যালটে ভাঁড়ে মা ভবানী, বামেদের ভরসা নারায়ণ-শ্রীলেখা
FacebookWhatsAppEmailShare
উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
বাংলার ৬ কেন্দ্রে উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির
FacebookWhatsAppEmailShare