খাওয়া দাওয়া বিভাগে ফিরে যান

নয়া রূপে হাওড়ার ফুড প্লাজা

সেপ্টেম্বর 20, 2022 | < 1 min read

১৭ মাস পর ওপেল হল হাওড়া স্টেশনের নয়া ফুড প্লাজা।

যাত্রীরা ভিড় জমাচ্ছেন ইতিমধ্যেই। বিমানবন্দরের ধাঁচেই তৈরী এই ফুড লাউঞ্জ-এ ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন যাত্রীরা। 

নতুন ফুড প্লাজাটি হাওড়া স্টেশনের নিচতলায় পুরনো কমপ্লেক্সের একপাশে ৩,১২২ বর্গফুটের উপর নির্মিত (Howrah Food Plaza)।

এখানে কেমিক্যাল ছাড়া খাবার তৈরির সিদ্ধান্ত নিয়েছে নয়া সংস্থা।

সুন্দরবন কো-অপারেটিভ মিল্ক অ্যান্ড লাইভস্টক ইউনিয়ন লিমিটেডের তাজা দুধ, চাল, গম, শাকসবজি থেকে খাবার তৈরি করা হবে। 

এছাড়াও এখানে চা, কফি, ফ্রুট জুস থেকে শুরু করে ফিশ ফ্রাই, বিরিয়ানি বা ইডলি-ধোসা, চাইনিজ খাবার, পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, রোলস, আইসক্রিম ইত্যাদি পাওয়া যাবে।

একসঙ্গে প্রায় ২৭৫ জন বসে ও দাঁড়িয়ে খাবার খেতে পারবেন এখানে৷ 

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

লগ্নি টানতে বিশেষ উদ্যোগ, আগামী মাসেই ‘ফুড অ্যান্ড ফ্রুট ফেস্টিভ্যাল’
FacebookWhatsAppEmailShare
নাহুমস-এ বন্ধ চিকেনের পদ
FacebookWhatsAppEmailShare
চিংড়ি মাছের মালাইকারির বিশ্বজয়
FacebookWhatsAppEmailShare