পরিবহণ বিভাগে ফিরে যান

দেশের গভীরতম মেট্রো স্টেশন হাওড়া

সেপ্টেম্বর 25, 2023 | < 1 min read

দ্রুতই শুরু হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে হাওড়া স্টেশন থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা। ইতিমধ্যেই হাওড়া মেট্রো স্টেশনে শুরু হয়েছে পাঞ্চিং গেট বসানোর কাজ। এর মাধ্যমে হাওড়া থেকে শিয়ালদহ পৌঁছে যাওয়া যাবে মাত্র ১১ মিনিটে। আর হাওড়া থেকে ধর্মতলা যাওয়া যাবে মাত্র ৮ মিনিটে।

হাওড়াই হতে চলেছে দেশের গভীরতম মেট্রো স্টেশন। এই স্টেশনটির গভীরতা ৩৩ মিটার। ইতিমধ্যেই হাওড়া থেকে এসপ্ল্যানেড রুটে গঙ্গার তলা দিয়ে সফল ট্রায়াল রান হয়েছে মেট্রোর।

এই স্টেশনের হুইলচেয়ারগামী যাত্রীদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা।

বসছে AFC-PC গেট:

  • স্বয়ংক্রিয় ভাড়া সংগ্রহ এবং যাত্রী নিয়ন্ত্রণের জন্য স্টেশনের কনকোর্স স্তরে এই গেট বসানো হচ্ছে।
  • ভিড় সামলাতে বসানো হবে মোট ৩২টি গেট। এর মধ্যে ২০টি গেট হবে দ্বিমুখী।
  • ২০ দ্বিমুখী গেটের মধ্যে আবার ২টি হুইলচেয়ার-আবদ্ধ যাত্রীদের জন্য নির্দিষ্ট করা হবে৷
  • তবে সাধারণ যাত্রীরাও ওই দু’টি গেট ব্যবহার করতে পারবেন।
  • বাকি ১২টি গেটের মধ্যে ৬টি প্রবেশ এবং ৬টি যাত্রীদের প্রস্থানের জন্য ব্যবহৃত হবে।
FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মেট্রো প্রকল্পের কাজের জন্য ময়দানে নতুন করে গাছ কাটা যাবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare
অতিরিক্ত একজোড়া মেট্রো, কাল থেকে শুরু পরিষেবা
FacebookWhatsAppEmailShare
FASTag-এর দিন শেষ? টোল ট্যাক্স দেওয়ার নিয়মে বদল
FacebookWhatsAppEmailShare