NEWSZNOW বাংলা

March 16, 2025, Sunday 23:01:28

বাংলা ENGLISH

খেলাধুলা বিভাগে ফিরে যান

২০২৭ বিশ্বকাপের আগে কতগুলি একদিনের ম্যাচ খেলবে ভারত?

মার্চ 11, 2025 < 1 min read

চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। এবার লক্ষ্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। যার আসর বসবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবোয়েতে। ২০২৭ বিশ্বকাপের আগে কতগুলি ৫০ ওভারের ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া? সব ঠিক থাকলে, বিশ্বকাপের আগে ২৭টি ম্যাচ খেলবে ভারত। আপাতত ক্রিকেটারেরা বিশ্রাম নিয়ে আইপিএলে খেলবেন। তার পরে ইংল্যান্ডে টেস্ট সিরিজ়‌ের পর ভারত এক দিনের সিরিজ় খেলবে বাংলাদেশের মাঠে। তিনটি ম্যাচ খেলবে তারা। এ বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত। তার আগে এশিয়া কাপ রয়েছে। যদিও সেটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। অস্ট্রেলিয়ার পর নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ রয়েছে।

পরের বছর জানুয়ারিতে ঘরের মাঠে নিউ জ়‌িল্যান্ডের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত। এর পর শ্রীলঙ্কার সঙ্গে যৌথ উদ্যোগে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ভারত। তার পরেই রয়েছে আইপিএল। সেই প্রতিযোগিতা শেষ হলে, পরের জুনে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম বার দ্বিপাক্ষিক এক দিনের সিরিজ়‌ খেলবে ভারত। তিনটি ম্যাচ রয়েছে। এর পর জুলাই মাসে ভারত আবার যাবে ইংল্যান্ডে। সেখানে তিনটি এক দিনের ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে তারা।পরের বছর সেপ্টেম্বর-অক্টোবরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ়‌ের বিরুদ্ধে এক দিনের সিরিজ় রয়েছে। তার পরে নিউ জ়‌িল্যান্ডে গিয়ে সাদা বলের সিরিজ় রয়েছে।ভারতের শেষ সিরিজ় হবে ২০২৭ সালের জানুয়ারিতে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ় খেলবে তারা।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

কুস্তি সংস্থা নিষেধাজ্ঞা তুলল ক্রীড়া মন্ত্রক, প্রধানের দায়িত্বে ব্রিজভূষণ-ঘনিষ্ঠ সঞ্জয় সিং

FacebookWhatsAppEmailShare

তামাক-মাদকের বিজ্ঞাপন করতে পারবেন না কোহলি-গাভাসকররা

FacebookWhatsAppEmailShare

ISL-এ লিগ শিল্ড জয়ের আনন্দের মাঝেই মোহনবাগান জুড়ে নির্বাচনী হাওয়া

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...