বাংলা বিভাগে ফিরে যান

বাংলার কোন জেলায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী?

মার্চ 14, 2024 | < 1 min read

Image – Ganashakti

লোকসভা নির্বাচনের দিন ঘোষণা না হলেও বাংলায় চলে এসেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বর্তমানে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় আধাসেনা রয়েছে বাংলায়।

জাতীয় নির্বাচন কমিশন একটি তালিকা প্রকাশ করে স্পষ্ট করেছে কোন জেলায় কত কেন্দ্রীয় বাহিনী থাকবে:

কলকাতা – ১০ কোম্পানি।

উত্তর ২৪ পরগণা – ২১ কোম্পানি।

দক্ষিণ ২৪ পরগণা – ৯ কোম্পানি।

বীরভূম – ৪ কোম্পানি।

বাঁকুড়া – ৪ কোম্পানি।

পূর্ব মেদিনীপুর – ৭ কোম্পানি।

পশ্চিম মেদিনীপুর – ৫ কোম্পানি।

নদীয়া – ৮ কোম্পানি।

মুর্শিদাবাদ – ৮ কোম্পানি।

পূর্ব বর্ধমান – ৪ কোম্পানি।

পশ্চিম বর্ধমান – ৬ কোম্পানি।

পুরুলিয়া – ৪ কোম্পানি।

ঝাড়গ্রাম – ৩ কোম্পানি।

দার্জিলিং – ৭ কোম্পানি।

কোচবিহার – ৫ কোম্পানি।

আলিপুরদুয়ার – ৩ কোম্পানি।

জলপাইগুড়ি – ৪ কোম্পানি।

কালিম্পং – ২ কোম্পানি।

উত্তর দিনাজপুর – ৭ কোম্পানি।

দক্ষিণ দিনাজপুর – ৪ কোম্পানি।

মালদা – ৭ কোম্পানি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দশমীর দিনে কেন ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি?
FacebookWhatsAppEmailShare
দশমীর দিন শুক্ত, মাছ, ভাত খাইয়ে মা দুর্গাকে বরণ করা হয় রানাঘাটের ঘোষবাড়িতে
FacebookWhatsAppEmailShare
নবমীর রাতে আগমনী শুনিয়ে দেবী দুর্গাকে জাগিয়ে রাখতে হয়
FacebookWhatsAppEmailShare