স্বাস্থ্য বিভাগে ফিরে যান

হাসপাতালগুলিতে কাজ শেষের সময়সীমা বেঁধে দিল নবান্ন

অক্টোবর 19, 2024 | < 1 min read

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের বাসভবনে মুখ্যসচিবকে ডেকে সরকারি হাসপাতালে সুরক্ষা ব্যবস্থার অগ্রগতির খোঁজ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী।প্রায় আড়াই ঘণ্টার বৈঠকে মেডিক্যাল কলেজের কর্তারা প্রায় সকলেই ছিলেন বলে নবান্ন সূত্রের দাবি।৯৭-৯৮ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছে। বাকি কাজ ২৫ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। শুক্রবার মেডিক‌্যাল কলেজগুলির পরিকাঠামো ও নিরাপত্তাজনিত কাজ শেষ করতে এমনই নির্দেশ দিল নবান্ন। যুদ্ধকালীন তৎপরতায় তাজ শেষ করতে লোকবল বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে। জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় মেডিক‌্যাল কলেজের নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে যে সব প্রতিশ্রুতি সরকারের তরফে দেওয়া হয়েছিল, সেগুলি কী অবস্থায় আছে তা জানতে চান মুখ্যমন্ত্রী। প্রতিশ্রুতি পূরণে যাতে কোনও কালক্ষেপ না করা হয়, সেই নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। 

রাত্তিরের সাথী প্রকল্পের কি অগ্রগতি তা নিয়ে পূর্ত দফতরের সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন মুখ্য সচিব। পাশাপাশি আরজি কর নিয়েও আলোচনা করবেন মুখ্য সচিব পূর্ত দফতরের সচিবের সঙ্গে। মূলত পূর্ত দফতরের তরফে রাজ্যের একাধিক মেডিকেল কলেজ ও হাসপাতালে সিসিটিভি, ওয়াশরুম ও রেস্ট রুমের কাজ করা হচ্ছে। তাই পূর্ত দফতরের কাজের অগ্রগতি কতদূর হল? তা নিয়ে পর্যালোচনা করতে পূর্ত দফতরের সচিবের সঙ্গে বৈঠক করবেন রাজ্যের মুখ্য সচিব। প্রসঙ্গত, আর জি কর হাসপাতালের পরিকাঠামো সংক্রান্ত যাবতীয় কাজ রাজ্যের পূর্ত দফতর করছে। ওয়েবেল কর্তারাও বৈঠকে ছিলেন বলে জানা গেয়েছে। ওই বৈঠকেই আরজিকর ও অন‌্যান‌্য মেডিক‌্যাল কলেজগুলির জন্য আলাদা সময়সীমা বেঁধে দেন মুখ্যসচিব।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

শিয়ালদহ ESI হাসপাতালে আগুন
FacebookWhatsAppEmailShare
রাজ্যপাল সাক্ষাতে ‘অসন্তুষ্ট’ জুনিয়র ডাক্তাররা
FacebookWhatsAppEmailShare
ডাক্তারদের ‘দ্রোহের কার্নিভাল’ বাতিলের অনুরোধ মুখ্যসচিবের
FacebookWhatsAppEmailShare