খবর বিভাগে ফিরে যান

ট্রেনে শৌচালয় হওয়ার জন্য দায়ী কাঁঠাল

জুন 4, 2023 | < 1 min read

১৮৫৩ সালে লর্ড হার্ডিঞ্জের সময় ভারতে যখন রেল পরিষেবা চালু হয় তখন ট্রেনগুলিতে ছিল না শৌচালয়ের ব্যবস্থা। প্রকৃতির ডাকে সারা দেওয়ার সুবিধাযুক্ত ট্রেনের পিছনে রয়েছে এক মজার ঘটনা

১৯০৯ সালের কোনো এক দিনে অখিলচন্দ্র সেন নামে এক জনৈক ব্যক্তি পেট ভরে কাঁঠাল খেয়ে ট্রেনে যাত্রা শুরু করেন। ট্রেন চলতে শুরু করার পর উনি বোঝেন কাঁঠালগুলো দেহত্যাগ করার জন্য উতলা হয়ে উঠেছে।

কিন্তু সমস্যা হলো চলন্ত ট্রেনে কোথায় পাবেন শৌচালয়। আহমেদপুর স্টেশনে ট্রেন থামলে পড়ি কি মরি করে দৌড় দেন শৌচালয়ের খোঁজে। টয়লেটে বসেই তার মাথায় খেলে যায় এক আইডিয়া, বাড়িতে ফিরেই চলন্ত ট্রেনে শৌচালয়ের জন্য চিঠি লেখেন সাহেবগঞ্জের ডিভিশনাল অফিসারকে।

তাঁর ওই চিঠিই যুগান্তকারী পরিবর্তন এনেছিল রেল পরিবহনে, এর পরেই সমস্ত দূরপাল্লার ট্রেনগুলিতে শৌচালয়ের ব্যবস্থা করা হয়।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

অষ্টমীর খিচুড়ি এবার রাঁধুন ভারতের অন্য রাজ্যের কায়দায়
FacebookWhatsAppEmailShare
দেরাদুন গণধর্ষণের খবর প্রকাশ্যে আনায় বিজেপি সরকারের হুঁশিয়ারি সংবাদমাধ্যমকে
FacebookWhatsAppEmailShare
‘এক রাতে নোটবন্দি-লকডাউন হলে, ধর্ষকদের ফাঁসি নয় কেন?’ প্রশ্ন দেব-শুভশ্রীর
FacebookWhatsAppEmailShare