দেশ বিভাগে ফিরে যান

মাধবীর আদানি যোগ নিয়ে বিস্ফোরক হিন্ডেনবার্গ

আগস্ট 11, 2024 | < 1 min read

ভারতে শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা হল সেবি। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনে এই সংস্থা একটি বিধিবদ্ধ প্রতিষ্ঠান। সাধারণ গ্রাহক ও বিনিয়োগকারীদের স্বার্থরক্ষা করে চলার মহা দায়িত্ব রয়েছে এই প্রতিষ্ঠানের উপর। অথচ বর্তমানে এই সেবির চেয়ারম্যান মাধবী বুচের বিরুদ্ধে বড় অভিযোগ তুলেছে মার্কিন শর্ট সেলিং সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ । তাঁদের দাবি, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্তের ব্যাপারে বিষ্ময়কর ভাবে নিষ্ক্রিয় সেবি।

এবং খোঁজ করে জানা গেছে, এই মাধবী বুচ ও তাঁর স্বামী ধবল বুচের বিপুল বিনিয়োগ রয়েছে বিদেশে আদানি গোষ্ঠীর ভুয়ো সংস্থায়। ভারতে কর ফাঁকি দেওয়ার জন্য যে সব ভুয়ো সংস্থায় টাকা পাচার করা হয়েছে বেআইনি লেনদেনের মাধ্যমে। এবার সেবি প্রধান মাধবী পুরী বুচের বিরুদ্ধে অভিযোগ করতে নেমে পড়েছে বাংলার শাসকদল তৃণমূল। মহুয়া মৈত্র থেকে সুস্মিতা দেব, সাকেত গোখলে— সকলেই সেবির বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছেন।

তৃণমূলের নেতারা এ প্রশ্নও তুলছেন, বুথফেরত সমীক্ষায় দুর্নীতি সংক্রান্ত যে অভিযোগ তোলা হয়েছিল, সেবির কাছে তদন্তের আর্জি জানানো হয়েছিল, এই জন্যই কি তারা তদন্তের পথে অগ্রসর হয়নি?

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

‘এক দেশ, এক নির্বাচন’-এর পথে রয়েছে কী কী ‘কাঁটা’?
FacebookWhatsAppEmailShare
হ্যাক হল সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল
FacebookWhatsAppEmailShare
নভেম্বরেই আইপিএল নিলাম
FacebookWhatsAppEmailShare