রাজনীতি বিভাগে ফিরে যান

মহিলা সাংসদের নিরিখে দেশে প্রথম তৃণমূল

জুন 7, 2024 | < 1 min read

সংসদীয় রাজনীতিতে মহিলা প্রতিনিধিত্ব বৃদ্ধির ক্ষেত্রে প্রথম থেকেই নজর দিয়ে আসছে তৃণমূল কংগ্রেস। এবারের লোকসভা ভোটে তৃণমূলের মহিলা প্রার্থী ছিলেন ১২ জন। তাঁদের মধ্যে জয়ী হয়েছেন ১১ জন! জিতেছেন মহুয়া মৈত্র, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, মালা রায়, প্রতিমা মণ্ডল, সাজদা আহমেদ, মিতালি বাগ, সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া ও শর্মিলা সরকার।

১১ জনের ছবি প্রকাশ করে নারীশক্তির জয়কে তুলে ধরেছেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। তাঁর বক্তব্য, ‘লোকসভায় তৃণমূলের মহিলা সাংসদ ৩৮ শতাংশ, যা রেকর্ড। তৃণমূলের মহিলা প্রতিনিধিরা সংসদে গিয়ে বাংলার মানুষের স্বার্থের কথা তুলে ধরবেন। কিন্তু বিজেপির মহিলা প্রতিনিধিত্ব মাত্র ১২ শতাংশ। বিজেপি মুখে নারীশক্তির কথা বললেও বাস্তবে তারা মহিলাদের সম্মানই করে না।’

গত লোকসভার তুলনায় দেশে এ বার মহিলা সাংসদদের মোট সংখ্যা অল্প হলেও কমেছে। সে বার ৭৮ জন মহিলা সাংসদ ছিলেন। এ বার ৭৪ জন। বিজেপি,কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, জেডিইউ এবং টিডিপি-র নির্বাচিত প্রার্থীদের মধ্যে মহিলাদের শতাংশ যথাক্রমে, ১৩, ১৩, ১৪, ১৪, ১৭ এবং ৬%।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

হুঁশিয়ারি দিয়ে কাজে ফিরলেন জুনিয়ার ডাক্তাররা, ডেডলাইন পেরোলেই আজ থেকে আমরণ অনশন
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
নতুন দল গড়ে এবার রাজনীতির ময়দানে প্রশান্ত কিশোর
FacebookWhatsAppEmailShare