দেশ বিভাগে ফিরে যান

সংবিধান বিপন্ন, মোদীকে তোপ হেমা মালিনীর

মার্চ 24, 2022 | < 1 min read

বেসরকারি কর্মীরা অবসরের পর যারা পিএফ থেকে পেনশন পান, তাদের জন্য ন্যূনতম ১০০০ টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। ২৩ লক্ষের মধ্যে ১৬ লক্ষ নাগরিক পেনশনই পান না।
এবার এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে চিঠিতে কী লিখেছেন মথুরার সাংসদ হেমা মালিনী?


তিনি মনে করিয়ে দিয়েছেন ভারতীয় সংবিধানের ২১ নম্বর ধারা অনুযায়ী, “যেকোনও ভারতীয় নাগরিকের সসম্মানে বেঁচে থাকার অধিকারের নিশ্চয়তা দিয়েছে সংবিধান। কিন্তু মাত্র হাজার টাকার মাসিক পেনশন এতটাই কম যে, তাতে ইজ্জতের সঙ্গে বাঁচা সম্ভব নয়।”


এই বিষয়ে এর আগে দু’বার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সাংসদ।
প্রতিবারই বিষয়টি বিবেচনা করার আশ্বাস মিলেছে। কিন্তু, বাস্তবে যে কাজের কাজ কিছুই হয়নি, সেকথাও উল্লেখ করা হয়েছে চিঠিতে। একের পর এক বিজেপি সাংসদদের এরকম প্রশ্নে যথেষ্ট অস্বস্তিতে পড়ছে কেন্দ্রীয় সরকার।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare