বাংলা বিভাগে ফিরে যান

নিম্নচাপের পরে ফের ভারী বৃষ্টি? সতর্কতা বাংলার জেলায়

সেপ্টেম্বর 20, 2024 | < 1 min read

আবার নিম্নচাপ তৈরি আশঙ্কা তৈরি হয়েছে। তাই বাংলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এমনই আভাস দিয়েছে আবহাওয়া অফিস। পুজোর আগে বাংলায় এমন পরিস্থিতি তৈরি হবে তাই পুজোর মধ্যেও বৃষ্টির আশঙ্কা থেকে যাচ্ছে। যদিও চলতি মাসে আর ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বঙ্গে। অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি বাড়তে পারে বাংলায়। অর্থাৎ পুজোর মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। কারণ নতুন করে নিম্নচাপের আশঙ্কা রয়েছে উত্তর আন্দামান সাগরে।

আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রবিবার বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কলকাতা ছাড়াও এই জেলাগুলি হল হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এই আট জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে রাজ্যের কোথাও আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বাংলায় ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই কে তিরস্কার সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare
১০ দফা নির্দেশিকা-সহ স্বাস্থ্যসচিবকে চিঠি মুখ্যসচিব মনোজ পন্থের
FacebookWhatsAppEmailShare
কোচবিহারে নররক্তেই পুজো হয় বড়দেবীর
FacebookWhatsAppEmailShare