বাংলা বিভাগে ফিরে যান

রাজ্যে চার জেলায় তাপপ্রবাহের সতর্কতা

মে 17, 2024 | < 1 min read

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে ধাপে ধাপে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বাতাসে বাড়তি আর্দ্রতার কারণে বাড়বে অস্বস্তিও। দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর। এই চার জেলা হল পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম।

রবিবারের আগে বৃষ্টির সম্ভাবনা নেই শহর কলকাতাতেও। আগামী তিনদিন কলকাতায় শুষ্ক ও গরম আবহাওয়া সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।আবহাওয়া দফতর জানিয়েছে, ভারতের মূল ভূখণ্ড কেরলে নির্ধারিত সময় ১ জুনের একদিন আগে ৩১ মে ঢুকবে মৌসুমী বায়ু। এবার বর্ষা আগাম ঢুকবে আন্দামানেও।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নিম্নচাপের পরে ফের ভারী বৃষ্টি? সতর্কতা বাংলার জেলায়
FacebookWhatsAppEmailShare
কোচবিহারে নররক্তেই পুজো হয় বড়দেবীর
FacebookWhatsAppEmailShare
উৎসবের আবহে ফের করোনা-আতঙ্ক
FacebookWhatsAppEmailShare