খাওয়া দাওয়া বিভাগে ফিরে যান

পুজোয় অনলাইন অর্ডার করে স্বাস্থ্যকর খাবারই খেয়েছে কলকাতা

অক্টোবর 25, 2022 | < 1 min read

পুজো মানেই জমিয়ে খাওদাওয়া। আর আমাদের এই ফার্স্ট লাইফের যুগে সুইগি জোমাটোর মতন ফুড ডেলিভারি অ্যাপ গুলোই লাইফ সেভিয়ার। তবে অনেকেই পুজোর সময় এসব এড়িয়ে চলেন গুণগত মান কেমন হবে ভেবে। তবে এবার চিত্রটা পুরো অন্যরকম। এবার পুজোয় অনলাইন অর্ডার করে স্বাস্থ্যকর খাবারই খেয়েছে কলকাতা, এই তথ্য দিচ্ছে সুইগি ইন্সটামার্টের রিপোর্ট।

রিপোর্ট বলছে, পুজোর দিনগুলিতে যত না সফট ড্রিঙ্ক বিক্রি হয়েছে, তার চেয়ে ঢের বেশি অর্ডার হয়েছে চা পাতা বা কফি গুঁড়ো। আবার যত না নুডুলস বা চিপস কেনার জন্য মোবাইল ঘেঁটেছেন ক্রেতারা, তার দ্বিগুণ বেশি বরাত এসেছে জৈব ডাল বা শুকনো ফল কেনায়।  পুজোর সময় মানুষের স্বাস্থ্য সচেতনতা সত্যিই ভালো লক্ষণ, বলে জানাচ্ছেন পুষ্টি বিশেষজ্ঞরা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

পুজোয় আসছে পদ্মার ইলিশ
FacebookWhatsAppEmailShare
লগ্নি টানতে বিশেষ উদ্যোগ, আগামী মাসেই ‘ফুড অ্যান্ড ফ্রুট ফেস্টিভ্যাল’
FacebookWhatsAppEmailShare
নাহুমস-এ বন্ধ চিকেনের পদ
FacebookWhatsAppEmailShare