দেশ বিভাগে ফিরে যান

চিকিৎসা কর্মীর উপর হামলার ৬ ঘন্টার মধ্যে এফআইআর বাধ্যতামূলক, নির্দেশ কেন্দ্রের

আগস্ট 16, 2024 | < 1 min read

আরজি কর কাণ্ডের জেরে উত্তাল গোটা দেশ। চিকিৎসক-পড়ুয়াকে নির্যাতন ও খুনের ঘটনার পরই কড়া পদক্ষেপ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। এবার থেকে কর্মরত অবস্থায় কোনও চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী আক্রান্ত হলে, ৬ ঘণ্টার মধ্যেই এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হল স্বাস্থ্য মন্ত্রকের তরফে।

কেন্দ্রের তরফে বলা হয়েছে, প্রতিষ্ঠানের প্রধানকে এফআইআরটি করতে হবে।স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, ‘সম্প্রতি দেখা গিয়েছে যে সরকারি হাসপাতালে চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের উপরে হামেশাই হামলার ঘটনা ঘটছে।

ডিউটির সময় স্বাস্থ্যকর্মীরা শারীরিক হেনস্থার শিকার হন। অনেককে হুমকি দেওয়া হয় বা মৌখিক আগ্রাসনের শিকার হন অনেকে। অধিকাংশ ক্ষেত্রে সেই হামলা চালান রোগী বা রোগীর পরিবারের সদস্যরা।ডিউটিতে থাকার সময় যদি কোনও স্বাস্থ্যকর্মী কোনওরকম হিংসাত্মক ঘটনার শিকার হন, তাহলে সেই ঘটনার ছয় ঘণ্টার মধ্যে এফআইআর দায়ের করার দায়িত্ব থাকবে ওই প্রতিষ্ঠানের প্রধানের উপরে।’

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

‘এক দেশ, এক নির্বাচন’-এর পথে রয়েছে কী কী ‘কাঁটা’?
FacebookWhatsAppEmailShare
হ্যাক হল সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল
FacebookWhatsAppEmailShare
নভেম্বরেই আইপিএল নিলাম
FacebookWhatsAppEmailShare