দেশ বিভাগে ফিরে যান

যোগীর রাজ্যে পুজো মণ্ডপে চললো গুলির লড়াই

অক্টোবর 16, 2021 | < 1 min read

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো সারা ভারতের পাশাপাশি পালিত হয় বিদেশেও। সেই পুজোতেই যোগী রাজ্যে এবার চললো দুষ্কৃতীদের গুলির লড়াই।

উত্তরপ্রদেশে অযোধ্যার কোরখানায় পুজো মণ্ডপে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে একজনের। জখম আরও দু’জন। বর্তমানে তারা ভর্তি হাসপাতালে। এই ঘটনায় চারজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তাদের মোটরবাইকও।

পুলিশ সূত্রে খবর, বুধবার রাত ১০টা নাগাদ চারজন যুবক মোটরবাইকে চড়ে কোরখানায় পুজো মণ্ডপে আসে। প্রত্যেকের হাতেই ছিল আগ্নেয়াস্ত্র। দুষ্কৃতীদের মধ্যে বচসা বাঁধে। কেউ কিছু বুঝে ওঠার আগেই চলে গুলি। হতচকিত হয়ে যান প্রায় সকলেই।

মণ্ডপ চত্বরে লুটিয়ে পড়েন এক ব্যক্তি-সহ তিনজন। সকলেই দেখেন রক্তে ভেসে যাচ্ছে চতুর্দিক। স্থানীয়রাই তাদের উদ্ধার করে অযোধ্যা জেলা হাসপাতালে নিয়ে যান। তাদের অবস্থা বেশ আশঙ্কাজনক।

পুলিশের দাবি, ব্যক্তিগত বিবাদের জেরেই পুজো মণ্ডপে গুলি চলেছে। তবে এই ঘটনার সঙ্গে দুর্গাপুজোর কোনও সম্পর্ক নেই।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare