ম্যানগ্রোভ রোপণে বাংলার পরামর্শ চাইছে গুজরাত
ম্যানগ্রোভ রোপণ করতে এবার বাংলার পরামর্শ চাইছে মোদী জি’র গুজরাত।
বাংলার এই মডেলকে অনুসরণ করতে চায় তামিলনাড়ু, মহারাষ্ট্র, ওড়িশা, কর্ণাটক, কেরলও। আমফান, ইয়াসের পর উপকূলবর্তী এলাকায় দুর্যোগ মোকাবিলা করতে ব্যাপক হরে ম্যানগ্রোভ লাগানো শুরু করে রাজ্য।
পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগণায় ২৪১৩ হেক্টর জমিতে ১৫ কোটির অধিক ম্যানগ্রোভ চারা লাগানো হয়। বিভিন্ন মহল থেকে ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে বাংলার এই মডেল।