ভোটপর্বে টাকা-মদ-মাদক উদ্ধারে শীর্ষে গুজরাট
ভোট নির্ঘন্ট ঘোষণা করতে গিয়ে মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার স্বীকার করে নিয়েছিলেন চার ‘এম’ তাদের কাছে বড় চ্যালেঞ্জ। টাকা কিংবা অন্যান্য উপহারের বিনিময়ে যাতে প্রার্থীরা ভোট কিনতে না পারে তার জন্য একাধিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি।
কিন্তু কমিশনের বজ্র আঁটুনি ফস্কা গেরোতে পরিণত হয়েছে। দেশে এখনও পর্যন্ত ৮,৮৮৯ কোটি টাকার হিসাব-বহির্ভূত নগদ, মদ, মাদক, দামি ধাতু, উপঢৌকন বাজেয়াপ্ত হয়েছে। যা ২০১৯ সালে বাজেয়াপ্ত হওয়া মোট টাকার আড়াই গুণ।সবচেয়ে বেশি হিসাব-বহির্ভূত জিনিস বাজেয়াপ্ত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতে।
৮ হাজার ৮৮৯ কোটি টাকার মধ্যে নগদ এবং মাদক উদ্ধার হয়েছে ৪৫ শতাংশ। ভোটারদের প্রলোভিত করার উপহার ২৩ শতাংশ এবং মূল্যবান ধাতুর পরিমাণ ১৪ শতাংশ। মোট ৮৪৯ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। পাশাপাশি ৫.৪ কোটি লিটার মদ উদ্ধার হয়েছে। যার বাজারদর ৮১৫ কোটি টাকা।