দেশ বিভাগে ফিরে যান

বিলকিস বানোর গণধর্ষণ ও ৭ খুনের ১১ জন আসামীকে মুক্তি দিলো গুজরাত সরকার

আগস্ট 17, 2022 | < 1 min read

২০০২-এর গুজরাত দাঙ্গার সময়ে দাহোদ জেলায় লিমখেড়া তালুকায় রাধিকাপুর গ্রামে বিলকিস বানোর পরিবারের ওপর হামলা চালায় ১১ জনের একদল দুষ্কৃতী।

৫ মাসের অন্তঃসত্বা বিলকিসকে গণধর্ষণ করা হয় এবং তার পরিবারের ৭ জন সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। এর মধ্যে ছিলেন বিলকিসের তিন সন্তান। পরিবারের অন্য ৬ সদস্য পালিয়ে যেতে সক্ষম হন।

২০০৮ সালে এই ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় মুম্বইয়ের বিশেষ সিবিআই আদালত। কিন্তু গুজরাত সরকারের শাস্তি মকুবের নিয়ম অনুযায়ী, দোষীদের একজন জেল থেকে ছাড়া পাওয়ার আবেদন করে। গুজরাত সরকার এই ব্যক্তির ব্যক্তির আবেদনের ভিত্তিতেই পনেরো বছর কারাবাসের পর ১১ জনের শাস্তি মকুব করে দিয়েছে।

এই ঘটনাকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছে দেশের নাগরিকসমাজ।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare