NEWSZNOW বাংলা

২৮ ফেব্রুয়ারী, ২০২৫ ...

বাংলা ENGLISH

কলকাতা বিভাগে ফিরে যান

কলকাতাকে বস্তিমুক্ত করতে তৈরি করা হল ২২০টি ফ্ল্যাট

জানুয়ারি 30, 2025 2 min read

সারদা মায়ের বাগবাজারের বাড়ির এলাকা সুন্দর করে সাজিয়ে তোলার ইচ্ছে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর সেই ইচ্ছেপূরণ করতে চলেছে কলকাতা পুরসভা। বাংলার বাড়ি প্রকল্পে গ্রামের পাশাপাশি শহরাঞ্চলেও বড় বড় আবাসন বানানো হচ্ছে। কলকাতার বস্তিবাসীদের জন্যও বাংলার বাড়ি প্রকল্পে ফ্ল্যাট তৈরি করে দিচ্ছে কলকাতা পুরসভা। এই প্রকল্পের অধীনে সারদা মায়ের বাড়ি সংলগ্ন বস্তি এলাকায় ইতিমধ্যেই ২২০ টি ফ্ল্যাট তৈরি করেছে কলকাতা পুরসভা। যার মধ্যে ১০০টি ফ্ল্যাটের চাবি ইতিমধ্যেই হস্তান্তরিত হয়েছে। বাকি ফ্ল্যাটের জন্য এখনও পর্যন্ত ৫০০ টি আবেদন জমা পড়েছে। এই প্রকল্পে যৌথ উদ্যোগে কাজ করছে বস্তি এবং সার্ভে বিভাগ।

জানা যাচ্ছে, এই আবাসনগুলিতে প্রত্যেক পরিবারের জন্য থাকছে ডাবল বেডরুম একটি শৌচালয়, একটি রান্নাঘর এবং এক ফালি বারান্দা। কলকাতা পুরসভা সূত্রে জানা যাচ্ছে, যে আবাসন তৈরি করা হচ্ছে সেগুলির উচ্চতায় ১৫ মিটারের বেশি হবে না। অর্থাৎ সর্বাধিক চার তলার বিল্ডিং হবে। পুরসভা সূত্র অনুযায়ী, উত্তর ও দক্ষিণ কলকাতা মিলিয়ে প্রায় ২৬০০- এর মতো বস্তি রয়েছে। এর মধ্যে বেশ কিছু বস্তি ঠিকাদারদের জমিতে অবস্থিত। সে ক্ষেত্রে ঠিকা কন্ট্রোলারের অনুমতি নিয়ে বাংলার আবাস যোজনায় বাড়ি করা হচ্ছে।

প্রসঙ্গত, বস্তি মানেই ঘিঞ্জি এলাকা। তবে আগামী দিনে সেই চিত্র আর থাকছে না। আধিকারিকদের মতে বস্তি মুক্ত হবে কলকাতা। পুরসভা সূত্র অনুযায়ী, ১ নম্বর বরোর ৭ নম্বর ওয়ার্ডে ২২০ টি ফ্ল্যাট তৈরি হয়েছে। রতন বাবুর ঘাট এলাকায় ৩০টি ফ্লাট এবং ৬ নম্বর ওয়ার্ডে তৈরি হয়েছে আরও ৩০ ফ্ল্যাট। ২ নম্বর ওয়ার্ডে তৈরি হয়েছে ৩২ টি ফ্ল্যাট ও ৩ নম্বর ওয়ার্ডে তৈরি হয়েছে ২০টি ফ্ল্যাট। ৩২ ওয়ার্ডে ২০৮টি এবং ৫৭ নম্বর ওয়ার্ডে ২০০টি ফ্ল্যাট তৈরি করা হয়েছে। ১২৩ নম্বর ওয়ার্ডে দুটি আবাসনে ৩০০ টি ফ্ল্যাট তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, কলকাতা পুরসভাকে বস্তি মুক্ত করতে বস্তিবাসীদের পাকা বাড়ি দেওয়া অত্যন্ত বড় পদক্ষেপ। উল্লেখ্য, আবাসন নির্মাণ, পানীয় জল, বিদ্যুৎ সংযোগ, রাস্তা ও নিকাশি নালা তৈরির যাবতীয় খরচ বহন করতে চলেছে রাজ্য সরকারই।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

সাতসকালে কেঁপে উঠলো কলকাতা

FacebookWhatsAppEmailShare

মরশুমের প্রথম বৃষ্টিতে ভিজলো কলকাতা

FacebookWhatsAppEmailShare

কলকাতা থেকে ট্রামলাইন সরাতে নিষেধ করল হাই কোর্ট

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...