NEWSZNOW বাংলা

৯ এপ্রিল, ২০২৫ ...

বাংলা ENGLISH

বাংলা বিভাগে ফিরে যান

ভুতুড়ে ভোটার: সংসদের বাইরে মিছিল তৃণমূলের

এপ্রিল 4, 2025 2 min read

টানা এক মাস সংসদ চলা সত্ত্বেও ভুতুড়ে ভোটার ইস্যুতে কোনরকম আলোচনা করতে দেয়নি কেন্দ্রীয় বিজেপি সরকার। রাজ্যসভায় বারংবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নোটিস দেওয়া হলেও আলোচনায় বাধা সৃষ্টি করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। এবার সেই বিষয়ে আজ জাতীয় নির্বাচন কমিশনের কাছে চিঠি জমা দেওয়ার পাশাপাশি সংসদের বাইরে মিছিল করেন তৃণমূল সাংসদরা।

ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে তৃণমূল। চিঠির শুরুতেই উল্লেখিত রয়েছে যে বিগত দুই সপ্তাহ ধরে লোকসভায় এবং রাজ্যসভায় একাধিক দল ভুয়ো ভোটার কার্ডের এবং ভুতুড়ে ভোটার ইস্যু উত্থাপিত করেছে।

ভোটার আধার লিংকের বিষয়ে তৃণমূল জানিয়েছে যে দেশে প্রচুর ভুয়ো আধার কার্ড তৈরি করা হচ্ছে, যার মাধ্যমেই ভুয়ো ভোটার তৈরি হচ্ছে। প্রশ্ন তোলা হয়েছে যে কেন ফর্ম ৬বি-তে উল্লেখ করে দেওয়া হয়নি যে নাগরিকরা আধার কার্ড এবং এপিক সংযুক্ত করতে বাধ্য নয়, কারণ নিয়ম কোনো বাধ্যতার কথা বলেনা। এও বলা হয়েছে যে বাধ্যতার বিষয়ে নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন হয়নি নির্বাচন কমিশন।

এই হলফনামা জমা দেওয়ার পর সংসদের বিজয় চকে মিছিল করেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। ডেরেক ও’ব্রায়েন, সামিরুল ইসলাম, মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষ, মৌসম নূর, নাদিমূল হক, সাকেত গোখলে, সৌগত রায়, কীর্তি আজাদ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আবু তাহের খান, অরুপ চক্রবর্তী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অসিত মাল, খেরওয়াল সোরেন, প্রকাশ চিক বরাইক, সাজদা আহমেদ, প্রতিমা মন্ডল সহ সংসদের উভয় কক্ষের তৃণমূল সাংসদদের দেখা যায় সেই মিছিলে।

এই বিষয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “ডুপ্লিকেট ভোটার কার্ডের ইস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বারংবার সংসদে নোটিস দিয়ে এই বিষয়ে আলোচনা চেয়েছি। সংসদীয় গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করে আমাদের এই কথা শোনা হয়নি। বিজেপি যা করছে তা সংসদীয় গণতন্ত্রের পরিপন্থী।”

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

রাজ্যে বিপুলভাবে বেড়েছে জিএসটি আদায়, জানালেন মুখ্যমন্ত্রী

FacebookWhatsAppEmailShare

যোগ্যদের চাকরি না ফেরালে আমরাই বিকল্প ব্যবস্থা করে দেব, কারও চাকরি যাবে না: মমতা বন্দ্যোপাধ্যায়

FacebookWhatsAppEmailShare

আলিয়ার গানে নারীর বেশে আরিয়ানের নাচ, কিন্তু কেন?

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...