অর্থনীতি বিভাগে ফিরে যান

২০২২-২৩ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার ৭.২%

জুন 1, 2023 | < 1 min read

অতিমারি এবং ইউক্রেন যুদ্ধে অনিশ্চিত হয়ে পড়া বিশ্ব অর্থনীতিতে ব্যতিক্রমী ভারত। এই অনিশ্চয়তার পরিস্থিতিতে ২০২২-২৩ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৭ শতাংশ ছুঁতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। বুধবার প্রকাশিত সরকারি রিপোর্টে দেখা গেল জিডিপি বৃদ্ধির হার ৭.২ শতাংশ।

জাতীয় পরিসংখ্যান দফতর পূর্বাভাস দিয়েছিল ২০২২-২৩ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার ৭ শতাংশ হতে পারে। কিন্তু কার্যক্ষেত্রে ছাপিয়ে গিয়েছে সেই প্রত্যাশা। ২০২২-২৩ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিক অর্থাৎ চলতি বছরের জানুয়ারি-মার্চে জিডিপি বৃদ্ধির হার হয়ে থাকতে পারে ৬.১%। যা ঠিক আগের ত্রৈমাসিকের হারের (৪.৪%) অনেকটাই বেশি।

কেন্দ্রীয় মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন তার রিপোর্টে জানিয়েছেন, চলতি অর্থবর্ষের (২০২৩-২৪) প্রথম ত্রৈমাসিকে অর্থাৎ এপ্রিল-জুনে এখনও পর্যন্ত বৃদ্ধির পূর্বাভাস ৫%-এর সামান্য বেশি।

গত নভেম্বর মাসে আইএমএফ পূর্বাভাস দিয়েছিল, ভারতে ২০২২-২৩ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার ৬.৮% এবং আগামী অর্থবর্ষ, অর্থাৎ ২০২৩-২৪-এ ৬.১% হতে পারে। সে সময়ই নাগেশ্বরন দাবি করেছিলেন, পূর্বাভাসের তুলনায় বাস্তবে বৃদ্ধির হার বেশি হবে। যদিও ক্রয়ক্ষমতা বাড়ারও কোনও বার্তা নেই এনএসও রিপোর্টে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

সেবি প্রধানের বিরুদ্ধে লোকপালের কাছে অভিযোগ দায়ের মহুয়ার
FacebookWhatsAppEmailShare
সেবির চেয়ারপার্সনের নীরবতায় প্রশ্ন হিন্ডেনবার্গের
FacebookWhatsAppEmailShare
মোদি সরকারের আদানি প্রেম, ৪৫ হাজার কোটি টাকা মকুব!
FacebookWhatsAppEmailShare