দেশ বিভাগে ফিরে যান

বাংলার নাটকের দলগুলিকে দেওয়া অনুদানের হিসাব প্রকাশ্যে আনলেন গজেন্দ্র সিংহ শেখাওয়াত

আগস্ট 9, 2024 | < 1 min read

বাংলার একাধিক নাট্যদলের কেন্দ্রীয় অনুদান বন্ধ যাওয়ায় সংস্কৃতি মহলে জোর শোরগোল পড়ে গিয়েছে। কিছু বড় দলের নাটকের অনুদান বন্ধ হলেও জেলার একাধিক ছোট দলকে আবার অনুদান দেওয়ার কথাও বলা হয়েছে। নাট্য ব্যক্তিত্বদের একাংশের মতে, নাটকের একটা নিজস্ব ভাষা আছে। সেই ভাষাকে স্তব্ধ করে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। আর তারপরেও যারা সরব তাদের অনুদান বন্ধ।

এই অবস্থায় রাজ্যসভায় বাংলার নাটকের দলগুলিকে দেওয়া অনুদানের হিসাব প্রকাশ্যে আনলেন কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত। সেই হিসাবে মন্ত্রী জানিয়েছেন, গত তিনটি অর্থবর্ষে ‘গুরু-শিষ্য পরম্পরা’ অনুদান বাবদ বাংলার নাট্যদলগুলিকে মোট ৪৫.১১ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। একই সঙ্গে তিনি জানিয়েছেন, শেষ তিনটি আর্থিক বছরে বাংলার মোট ৭২৬টি দলের প্রধান এবং সদস্যদের প্রতি মাসে অনুদান দেওয়া হয়েছে। জানানো হয়েছে আপাতত আর অনুদানের অর্থ বৃদ্ধির পরিকল্পনা নেই কেন্দ্রের।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মণিপুরে বিতর্কিত আফস্পার মেয়াদ বাড়াল কেন্দ্র
FacebookWhatsAppEmailShare
‘সব জরুরি কাজই করবেন জুনিয়র ডাক্তারেরা’, মন্তব্য প্রধান বিচারপতির
FacebookWhatsAppEmailShare
‘রাজনীতি থেকে দেবতাদের দূরে রাখুন,’তিরুপতির লাড্ডু নিয়ে নাইডুকে তিরস্কার সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare