আবাসের টাকা জেলায় পৌঁছল
ডিসেম্বর 16, 2024 < 1 min read
জেলাশাসকদের কাছে পৌঁছে গেল বাংলা আবাস যোজনার টাকা৷ তবে এখনই তা অ্যাকাউন্টে পাবেন না উপভোক্তারা৷ ট্যাব কেলেঙ্কারির আবহে আরও সতর্ক নবান্ন৷ তাই জেলাশাসকদের টাকা দেওয়ার পর ন-দফা গাইডলাইন দিয়েছে নবান্ন৷ একদিকে বিভিন্ন জেলা থেকে আবাস নিয়ে বিক্ষোভের খবর আসছে। এরই মাঝে শনিবার রাতেই নবান্নের নির্দেশে বিভিন্ন জেলায় পৌঁছে গিয়েছে আবাসের টাকা। তবে আবাসের টাকা যে রবিবার থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এমনটা বলা যাচ্ছে না। বরং নবান্ন সূত্রে খবর, এক্ষেত্রে সামগ্রিকভাবে পঞ্চায়েত দফতরের থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় চাওয়া হয়েছে ।
মুখ্যমন্ত্রী সময় দিলেই, তাঁর ঘোষণা মতোই ওই টাকা পৌঁছে যাবে সরাসরি ১২ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে। প্রধানমন্ত্রী আবাস যোজনা খাতে কেন্দ্র ৬০ শতাংশ অর্থ দেয়। রাজ্য দেয় ৪০ শতাংশ। কিন্তু নরেন্দ্র মোদী সরকার যেহেতু আবাস যোজনা খাতে রাজ্যের জন্য বরাদ্দ ২০২২ সাল থেকে বন্ধ করে রেখেছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় স্থির করেন, এই খাতে ১০০ শতাংশ টাকাই রাজ্য দেবে। পঞ্চায়েত সচিব পি উল্গানাথনের সব জেলাশাসককে লেখা ওই গাইডলাইনে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, বাংলার বাড়ি প্রকল্পের জন্য যে টাকা জেলাগুলিকে বরাদ্দ করা হয়েছে, তা দ্রুত বিডিও স্তরে পৌঁছে দিতে হবে। একটি ব্লক বা একটি গ্রাম পঞ্চায়েতের টাকা দিতে গিয়ে যেন অন্য গ্রাম পঞ্চায়েতে টাকা না যায়, এ বিষয়ে সতর্ক থাকতে হবে বিডিওদের।
4 days ago
4 days ago
4 days ago
4 days ago
4 days ago