খেলাধুলা বিভাগে ফিরে যান

এখনি অবসর নিচ্ছেন না মেসি

ডিসেম্বর 19, 2022 | < 1 min read

৩৬ বছর পর অধরা স্বপ্ন পূরণ হল। গোটা প্রতিযোগিতা জুড়ে অসাধারণ খেলে মাতিয়ে গেলেন তিনি। ফুটবলজীবনের শেষ পর্যায়ে এসে এটাই তার স্মরণীয় পাওনা।

বিশ্বকাপ জিতে মেসি জানালেন, বিশ্বকাপ জিতবেন এটা জানতেন। ঈশ্বরও চাইছিলেন যাতে তিনি বিশ্বকাপ জিতুন।

দেশকে তৃতীয় বার বিশ্বকাপ দেওয়ার পর মেসি নিজের অবসর প্রসঙ্গে বলেছেন, “ট্রফি নিয়েই বিশ্বকাপ অভিযান শেষ করতে চেয়েছিলাম। সেটা পেরেছি। এর থেকে বেশি আর কিছু চাইতে পারি না। কোপা আমেরিকার পর বিশ্বকাপ। ভাবতেই পারছি না। এর পর কী হবে? এখনই বলতে পারব না। ফুটবল খেলতে ভালবাসি। জাতীয় দলের হয়ে খেলা আমাদের কাছে গর্বের। আশা করি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর আরও কয়েকটা ম্যাচ খেলব। তার পর অবসর নেব।”

তাঁর কথায়, “যে কোনও ফুটবলারের কাছে দেশের হয়ে বিশ্বকাপ জেতাই একমাত্র স্বপ্ন থাকে। যা কিছু আজ পর্যন্ত অর্জন করেছি, তার জন্যে আমি ভাগ্যবান। একমাত্র বিশ্বকাপটাই আমার ঘরে ছিল না। সেটাও এসে গেল।” গোটা দেশের মানুষকে এই ট্রফি উৎসর্গ করেছেন মেসি।

২০০৫ সাল থেকে আর্জেন্টিনার হয়ে খেলছেন মেসি। এখনও পর্যন্ত দেশের হয়ে খেলেছেন ১৭২টি আন্তর্জাতিক ম্যাচ। গোল করেছেন ৯৮টি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নভেম্বরেই আইপিএল নিলাম
FacebookWhatsAppEmailShare
বাংলাদেশ টেস্টে প্রথম একাদশে কে, ইঙ্গিত রোহিতের
FacebookWhatsAppEmailShare
কীভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারে ভারত?
FacebookWhatsAppEmailShare