আবহাওয়া বিভাগে ফিরে যান

খামখেয়ালি শীতকাল, একদিনে কলকাতায় পারদ নামল ৬ ডিগ্রি

ডিসেম্বর 29, 2022 | < 1 min read

পাঁচ দিনে পাঁচ ডিগ্রি পারদ পতনের ইঙ্গিত দিয়েছিল আবহাওয়া দফতর। কিন্তু বড়দিনে বেড়ে গেছিল তাপমাত্রা। শীত কি চলে গেলো? চিন্তায় পড়ে গেছিল কলকাতাবাসী। কার্যক্ষেত্রে এক রাতে ছয় ডিগ্রি নেমে রাতারাতি শীতের আমেজ ফিরে এল কলকাতায়। ২০.৬ ডিগ্রি থেকে কাল রাতারাতি তাপমাত্রা নেমে আজ ১৪.৪ ডিগ্রি। যদিও এখনও তাপমাত্রা এই সময়ের স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আগামি ৪৮ ঘণ্টার মধ্যে আরও কিছুটা পারাপতনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। পরশু সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি, গতকাল তা কমে ২৫.৪ ডিগ্রি। বিপরীত ঘূর্ণাবর্তের জলীয় বাষ্পের শক্তিশালী দেওয়াল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হিমেল হাওয়া ঢুকতে দেয়নি বড়দিনে। সেই বাধা সরতেই অবাধ এবং উন্মুক্ত শীত নামতে চলেছে এই রাজ্যের পশ্চিমাঞ্চল সহ উত্তরবঙ্গের সমতলে। মেঘমুক্ত পরিস্কার আকাশ ও জলীয় বাষ্পের দেওয়াল সরার ফলে শুষ্কতার অনুভূতি মেলা শুরু হয়েছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নিম্নচাপের পরে ফের ভারী বৃষ্টি? সতর্কতা বাংলার জেলায়
FacebookWhatsAppEmailShare
নিম্নচাপের জেরে বৃষ্টি বাড়বে একাধিক জেলায়
FacebookWhatsAppEmailShare
সপ্তাহান্তে নিম্নচাপের ভ্রুকুটি
FacebookWhatsAppEmailShare