খেলাধুলা বিভাগে ফিরে যান

আইএসএলের প্রথম ডার্বি, একজোট ঘটি-বাঙাল

অক্টোবর 19, 2024 | 2 min read

আজ আইএসএলের ডার্বি। শুধু বাংলার নয়, শুধু ভারতের নয়। এশিয়া মহাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দ্বৈরথ বলা যায় ইস্টবেঙ্গল-মোহনবাগান দ্বৈরথকে।ইতিহাস বলছেন ১৯২১ সালে কোচবিহার কাপের সেমিফাইনালে প্রথমবার মুখোমুখি হয়েছিল ইস্ট-মোহন। ইস্টবেঙ্গল জিতেছে ১৪২ বার এবং মোহনবাগান জিতেছে ১৩০ বার।প্রথম যেদিন দু দল মুখোমুখি হয়েছিল, সেই ম্য়াচটি ড্র হয়েছিল। এরপর থেকে ১২৭ বার দু দলের দ্বৈরথ ড্র হয়েছে।১৯২০ সালে জোড়াবাগানের সঙ্গে দ্বৈরথ ছিল মোহনবাগানের। কিন্তু ম্য়াচ ঘিরে ঝামেলা শুরু হয়। এরপর জোড়াবাগানের সহ সভাপতি সুরেশ চন্দ্র চৌধুরী নতুন ক্লাব হিসেবে ইস্টবেঙ্গল গড়ে তোলেন।লকাতা ডার্বির ইতিহাসে সর্বাধিক বড় ব্যবধানে জয় হল ১৯৭৫ সালে আইএফএ শিল্ড ফাইনালে। যে ম্যাচে মোহনবাগানকে ৫-০ গোলে হারিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল।

প্রথমবারের জন্য ইস্টবেঙ্গল-মোহনবাগান দু’দলই সম্মানের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বে পূর্ণ শক্তিতে। অবশ্য চোটের জন্য একমাত্র মহেশ সিং নাওরেমকেই পাবে না ইস্টবেঙ্গল।দু’দলের সমর্থকরা পুজো পরবর্তী সময়ের ধকল বা রেশ এখনও কাটিয়ে উঠতে পারেননি। তবুও শনিবারের ডার্বি ঘিরে দু’দলের সমর্থকদের মধ্যে মোহনবাগান সমর্থকদের আগ্রহটাই বেশি। ফর্মের বিচারে তো এগিয়েই মোহনবাগান। আইএসএলের পরিসংখ্যানেও সবদিক থেকেই এগিয়ে সবুজ-মেরুন ব্রিগেড। মহমেডান এফসি-র বিরুদ্ধে জয়ের পর আত্মবিশ্বাস ফিরে পেয়েছে মোহনবাগান। এদিকে টানা ৪ ম্যাচ হেরে বেশ চাপে ইস্টবেঙ্গল।

মোহনবাগান কোচ মোলিনা জানিয়েছেন, “আগে কী হয়েছে, তা নিয়ে মাথা ঘামাতে রাজি নই। আমরা আগে কী করেছি, সেটা আগামীকাল জিততে সাহায্য করবে না। ডার্বিতে কেউ ফেভারিট নয়। কেউ যদি মনে করেন, আমরা এগিয়ে আছি, তা হলে বুঝতে হবে আমরা ভালো খেলছি। সেই আত্মবিশ্বাসকেই কাজে লাগাতে চাই আমরা।” তবে মোহনবাগান কোচ হোসে মোলিনা জানিয়েছেন, ডার্বিতে হয়তো আশিককে পাওয়া যাবে। তবে এখনও পুরোপুরি তৈরি নন তিনি। গত ম্যাচে গোল পেয়েছেন, গ্রেগ-ম্যাকলারেনরা। বাগান কোচের মতে, তাঁর স্ট্র্যাটেজি পরিশ্রম করো, মাঠে নিজের সেরাটা দাও ও উপভোগ করো।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

আইপিএলে চাকরি হারালেন সৌরভ গঙ্গোপাধ্যায়
FacebookWhatsAppEmailShare
চোট-বিধ্বস্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় জয়ের আশায় ভারত
FacebookWhatsAppEmailShare
টি-২০ বিশ্বকাপে আজ ভারত-পাকিস্তান দ্বৈরথ
FacebookWhatsAppEmailShare