অগ্নিকাণ্ডের ঘটনা ঠেকাতে ফায়ার অডিট আবশ্যিক করা হচ্ছে
নভেম্বর 18, 2024 < 1 min read
একের পর আগুন লাগার ঘটনায় উদ্বেগ বাড়ছে কলকাতায়। পরিসংখ্যান বলছে, গত ১৫ দিনে শহরে আগুন লাগার ২৩টি ঘটনা ঘটেছে। এর মধ্যে ট্যাংরা, নিমতলা এবং লর্ডসের মোড়ের আগুন নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খেতে হয়েছে দমকলকে। তিনটি আগুনই ঘিঞ্জি এলাকায়। আগুন নেভানোর কোনও পরিকাঠামো এই জায়গাগুলিতে না থাকা এবং উত্তুরে হাওয়ার দাপটে পরিস্থিতি জটিল হয়েছিল। আবার নিমতলায় কাঠের গুদামে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের ঘটনা ঠেকাতে গুদামে অগ্নিনির্বাপণ নিয়ে কিছু পদক্ষেপের নির্দেশ আগেই দেওয়া হয়েছিল। যদিও তা মানা হয়নি বলে অভিযোগ তুলেছেন দমকল অফিসাররা।
আর তাতেই ক্ষুব্ধ নবান্ন। সে কথা জানিয়ে দেওয়া হয়েছে মন্ত্রী সুজিত বসুর দফতরকে। এবার তাই কলকাতা শহরের সর্বত্রই অগ্নিবিধি মেনে ব্যবসা করার উপর জোর দেওয়া হচ্ছে। সমস্ত দিক বিবেচনা করে শহরের ঘিঞ্জি এলাকায় থাকা গুদাম, কারখানা থেকে শুরু করে শপিং মল এবং বহুতলগুলিতে প্রত্যেক বছর ফায়ার অডিট বাধ্যতামূলক করতে চলেছে দমকল। এই আইন না মানা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন সুজিত বসু। দমকলমন্ত্রী বলেন, ‘এখন বহুতল আরও উঁচু হচ্ছে। প্রচুর শপিং মল গড়ে উঠছে। তাই আরও ভাল এবং বড় ল্যাডার প্রয়োজন। আমরা এখন থেকে ফায়ার অডিট বাধ্যতামূলক করছি। বছরে একবার ফায়ার অডিট করতে হবে। আমরা দমকলের আধুনিকীকরণের কাজ করছি।’
NewszNow
বাংলা থেকে নিরপেক্ষ সংবাদ | Unbiased news from Bengal
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রাত্য’র - NewszNow
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রা...দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা - NewszNow
দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা NewszNow পার্বণ -কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার - NewszNow
কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার ...