কলকাতা বিভাগে ফিরে যান

বেলেঘাটায় কারখানায় আগুন

অক্টোবর 17, 2024 | < 1 min read

Image – Anandabazar

আবারও আগুন শহর কলকাতায়। এবার বেলেঘাটার পরিত্যক্ত কারখানায় তেলের ট্যাঙ্কারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের প্রায় ৮টি ইঞ্জিন। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টা নাগাদ আগুন প্রথম নজরে আসে। স্থানীয়রাই সকালবেলা ওই পরিত্যক্ত কারখানা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন। দাউদাউ করে জ্বলতে শুরু করে কারখানায় থাকা তেলের কয়েকটি ট্যাঙ্কার। খবর পেয়ে দমকলের ৮টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। মনে করা হচ্ছে, কারখানায় থাকা কোনও রাসায়নিক থেকেই আগুন ছড়িয়েছে।

বেলেঘাটার ক্যানাল ওয়েস্ট রোডে অবস্থিত এই কারখানাটি। বেশ কয়েক বছর আগেই তা বন্ধ হয়ে গেছে। ফলে মানুষ না থাকায় হতাহতের কোন আশঙ্কা নেই। তবে ঘটনাস্থলের পাশেই রয়েছে ঘন জনবসতি। আগুন বসতি এলাকায় ছড়িয়ে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।

আগুন নেভাতে দমকল ফোম ব্যবহার করছে। তবে আগুন দ্রুত এতটাই ছড়িয়ে পড়েছে যে তা নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকলকে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দ্রোহ কার্নিভালে উদ্দাম নৃত্য, দুর্ভোগ পোহাতে হল মানুষকে
FacebookWhatsAppEmailShare
‘মধ্যস্থতার প্রয়োজন নেই’, অপর্ণা-পরমব্রতদের ইমেলের জবাবে বার্তা জুনিয়র ডাক্তারদের
FacebookWhatsAppEmailShare
লালবাজারে কর্তাদের ডিপিতে ‘সত্যমেব জয়তে’
FacebookWhatsAppEmailShare