বাংলা বিভাগে ফিরে যান

‘বন্দে ভারত’-এ পাথর ছোঁড়া নিয়ে মিথ্যা খবর: নোটিস পাচ্ছেন সাংবাদিকরা

জানুয়ারি 8, 2023 | < 1 min read

গত ৪ঠা জানুয়ারি নতুন উদ্বোধন হওয়া হাওড়া-এনজেপি ‘বন্দে ভারত’ এক্সপ্রেসে পাথর ছোঁড়ার ঘটনা নিয়ে উথাল-পাথাল শুরু হয় দেশ জুড়ে। বিজেপি থেকে মিডিয়া – প্রাইম টাইমে বাংলার সরকার, তৃণমূল কংগ্রেস ও বাংলার মানুষকে দূষতে ছাড়েননি কেউই।

কিন্তু এই ঘটনার দু’দিন পর রেল কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ দেখে জানায় যে বাংলা থেকে নয়, বিহারের কিষাণগঞ্জ জেলায় পাথর ছোঁড়া হয় ‘বন্দে ভারত’-কে নিশানা করে।

এবার সেই সকল মিথ্যা খবর প্রচারকারী সাংবাদিককে নোটিস পাঠাচ্ছে রাজ্য পুলিশ। দায়ের হওয়া একটি এফআইআরের ভিত্তিতে নোটিস পাচ্ছেন ইন্ডিয়া টুডে, টাইমস নাও, রিপাব্লিক বাংলার রিপোর্টাররা। নোটিস ধরানো হচ্ছে নিউজ১৮-এর কমলিকা সেনগুপ্ত, জি নিউজের পূজা মেহেতা, দ্য প্রিন্টের শ্রেয়সী দে, ইন্ডিয়া টুডের ইন্দ্রজিৎ কুন্ডু, টাইমস নাওয়ের তমাল সাহা, টিভি রিপোর্টার নিখিল চৌধুরী, রাজনৈতিক বিশ্লেষক অংশুল স্যাক্সেনাকে। নোটিস পাচ্ছেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও।

গত ৬ই জানুয়ারি বেলেঘাটা থানায় রজু মামলায় ১২০বি/১৫৩এ/২৯৫এ/৪২০/৪৬৮/৫০৪/৫০৫(১)(বি)/৫০৫(২) ও আইটি অ্যাক্ট, ২০০০-এর ৬৬ডি ধারায় অভিযুক্তদের নোটিস পাঠানো হচ্ছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রবিবারের মধ্যেই বঙ্গে ১০০ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী, সব বুথে হবে ওয়েবকাস্টিং
FacebookWhatsAppEmailShare
আরও দেড় লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায়, রাজ্যের খরচ ১২৬ কোটি
FacebookWhatsAppEmailShare
আর জি কর আন্দোলনের ‘প্রতিবাদী’ মুখ ডাঃ অভিজিৎ চৌধুরী সারদার টাকা নিয়েছিলেন?
FacebookWhatsAppEmailShare