পরিবহণ বিভাগে ফিরে যান

দীপাবলির সপ্তাহে দামি বিমানযাত্রা

আগস্ট 22, 2023 | < 1 min read

আসছে বাঙালির উৎসবের মরশুম। এই সময় ঘুরতে যাওয়ার প্ল্যান অনেকেই করে থাকেন কিন্তু বিমানে যাবেন বলে ভাবলে পকেটে ছ্যাঁকা লাগবে।কারণ উৎসবের মরশুমে লাফিয়ে বেড়ে গেছে বিমানের টিকিটের দাম। ১০ – ১৬ নভেম্বর দীপাবলির সপ্তাহে ভারতের বেশ কয়েকটি ব্যস্ত রুটে ভাড়া বেড়েছে প্রায় ৮৯%। আগামী ১-২ মাসে এই ভাড়া আরও বাড়বে বলে মনে হচ্ছে।

এবার কলকাতা থেকে দিল্লি (গত বছর ছিল ৮০০০ টাকা) মুম্বই (গত বছর ছিল ৮৫০০ টাকা) ও বেঙ্গালুরুর (গত বছর ছিল ৮৫০০ টাকা) ভাড়া গতবারের তুলনায় ২০ শতাংশ বেড়ে গেছে।

এছাড়া ট্রাভেল ওয়েবসাইট এক্সিগোর তথ্য বলছে ১০ – ১৬ নভেম্বর দীপাবলির সপ্তাহে দিল্লি-আহমেদাবাদ রুটে ওয়ান ওয়ের গড় ভাড়া ৫৬৮৮ টাকা, যা গতবারের তুলনায় ৭২% বেশি। এই সময়ে দিল্লি-শ্রীনগর রুটে ওয়ান ওয়ের গড় ভাড়া ৭১৭৫ টাকা, যা গতবারের তুলনায় ৯০% বেশি। আর বেঙ্গালুরু হায়দ্রাবাদ রুটে ওয়ান ওয়ের গড় ভাড়া ১৯১৪ টাকা, যা গতবারের তুলনায় ৬৩% বেশি।

প্রচুর পরিবার অপেক্ষা করে থাকে উৎসবের মরসুমে ছেলে-মেয়েরা ছুটি নিয়ে বাড়ি ফিরবে। ভারতীয় পরিবারের এই আবেগ নিয়ে ব্যবসা করতে নেমেছে বেসরকারি বিমান সংস্থাগুলি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মেট্রো প্রকল্পের কাজের জন্য ময়দানে নতুন করে গাছ কাটা যাবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare
অতিরিক্ত একজোড়া মেট্রো, কাল থেকে শুরু পরিষেবা
FacebookWhatsAppEmailShare
FASTag-এর দিন শেষ? টোল ট্যাক্স দেওয়ার নিয়মে বদল
FacebookWhatsAppEmailShare