অর্থনীতি বিভাগে ফিরে যান

বাজেটে কী চায় আমজনতা?

জানুয়ারি 31, 2024 | < 1 min read

আজ অন্তর্বর্তী বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অন্তর্বর্তী বাজেটের তিন মাস পর, পুরো বাজেট পেশ হবে। লোকসভা নির্বাচনের পরে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত আপাতত এই ইন্টেরিম বাজেটই কার্যকর থাকবে। বাজেটে কী চায় আমজনতা? সমস্ত জনগণ এই অন্তর্বর্তী বাজেটের দিকে তাকিয়ে।

ঠিক কী চাইছেন দেশের জনগণ? মুদ্রাস্ফীতির কারণে আর্থিক চাপ কমাতে করদাতারা ট্যাক্স স্ল্যাবে কিছু বদল আনার আশা করছেন। আবার কর ছাড়ের সীমা বৃদ্ধি করা হবে বলে আশা করছেন অনেকে। তবে অর্থনীতিবিদরা বলছেন, দীর্ঘমেয়াদে অর্থনৈতিক বৃদ্ধির জন্য করছাড়ের পাশাপাশি ব্যাপক অর্থনৈতিক নীতিরও প্রয়োজন।ক্যাপিটাল গেইনস ট্যাক্স ব্যবস্থার পুনর্বিবেচনা করা হতে পারে বলে মনে করছেন অনেকেই।

বিশেষজ্ঞরা বলছেন বর্তমান জটিল কাঠামোকে সহজ করার জন্য সূচকের বেস ইয়ারে পরিবর্তন করার দরকার। অনেকেই বলছেন উভয় কর ব্যবস্থার জন্য প্রযোজ্য FY25-এর বাজেটে 80CCD(1B) ধারার অধীনে NPS-এর জন্য ৫০,০০০ টাকা ছাড়ের পুনরায় চালু করা উচিত।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

সেবি প্রধানের বিরুদ্ধে লোকপালের কাছে অভিযোগ দায়ের মহুয়ার
FacebookWhatsAppEmailShare
সেবির চেয়ারপার্সনের নীরবতায় প্রশ্ন হিন্ডেনবার্গের
FacebookWhatsAppEmailShare
মোদি সরকারের আদানি প্রেম, ৪৫ হাজার কোটি টাকা মকুব!
FacebookWhatsAppEmailShare