দেশ বিভাগে ফিরে যান

বিদেশনীতি নিয়ে মোদিকে তীব্র আক্রমণ মনমোহনের

ফেব্রুয়ারি 18, 2022 | < 1 min read

নরেন্দ্র মোদীর বিদেশনীতি নিয়ে তাকে খোঁচা দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, বিজেপি অর্থনীতি বা বিদেশনীতি কিছুই বোঝেন না। সবকিছুর জন্য শুধু দোষ দেন নেহেরুকে।

দুর্বল নীতি প্রণয়ন, অর্থনৈতিক ব্যর্থতা নিয়েও কেন্দ্রকে তোপ দাগেন মনমোহন সিং। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, “তাদের (বিজেপি নেতৃত্বাধীন সরকার) অর্থনৈতিক নীতির কোনও বোঝাপড়া নেই। ধনী লোকেরা আরও ধনী হচ্ছে আর দরিদ্র দেশবাসীরা আরও দরিদ্র হচ্ছে।” মনমোহন দাবি করেন, বর্তমান বিজেপি সরকার ফেল করেছে।

মনমোহন সিং বলেন, “চিন আমাদের সীমান্তে বসে আছে এবং এই বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।” প্রধানমন্ত্রী মোদীকে খোঁচা দিয়ে তাঁর পূর্বসূরি বলেন, “রাজনীতিবিদদের আলিঙ্গন করে, বা আমন্ত্রণ ছাড়া বিরিয়ানি খেতে গেলে সম্পর্কের উন্নতি হয় না।”

প্রধানমন্ত্রীর নিরাপত্তা ইস্যু নিয়েও এদিন আক্রমণ করেছেন মনমোহন। পাঞ্জাবের ভোটের ঠিক আগে আগে মনমোহনের এই বিস্ফোরক ভিডিও বার্তা বেশ তাৎপর্যপূর্ণ।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare