বাংলা বিভাগে ফিরে যান

বাচ্চা দেখাশোনার জন্য মা-বাবার সমান ছুটি, নির্দেশ হাইকোর্টের

আগস্ট 13, 2024 | < 1 min read

চাইল্ড কেয়ার লিভের ক্ষেত্রে মহিলাদের সমান ছুটি দিতে হবে পুরুষদেরও। সোমবার এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। নারী-পুরুষের সমানাধিকার থাকলেও সন্তানদের দেখভালের ছুটির ক্ষেত্রে তারতম্য ছিল। মহিলারা চাইল্ড কেয়ার লিভ বা সন্তানদের দেখভালের জন্য সারাজীবনে ৭৩০ দিন সবেতন ছুটি পেতেন। কিন্তু পুরুষরা পেতেন মোটে ৩০ দিন।

এ বার থেকে পুরুষ কর্মীদেরও মোট ৭৩০ দিন চাইল্ড কেয়ার লিভ দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী তিন মাসের মধ্যে রাজ্যকে এ ব্যাপারে গাইডলাইন ফ্রেম করার নির্দেশ দিয়েছে আদালত।এই নির্দেশিকা জারি হলে প্রচুর পুরুষের সুবিধা হবে। তবে সরকারি চাকরির বাইরেও অংসগঠিত ক্ষেত্রেও বহু মানুষ চাকরি করেন। তাঁদের কি হবে সেই প্রশ্নও রয়েছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

পিতৃপক্ষেই কেন পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ করা হয়
FacebookWhatsAppEmailShare
‘সব জরুরি কাজই করবেন জুনিয়র ডাক্তারেরা’, মন্তব্য প্রধান বিচারপতির
FacebookWhatsAppEmailShare
‘থ্রেট কালচার’ নিয়ে অভিযোগ, তদন্ত কমিটি গড়ল স্বাস্থ্যভবন
FacebookWhatsAppEmailShare