দেশ বিভাগে ফিরে যান

EPF-র সুদ কমালো মোদী সরকার

জুন 3, 2022 | < 1 min read

ইপিএফ- র সুদের হার ৮.৫ থেকে কমিয়ে ৮.১% করে দিলো মোদী সরকার, যা গত চার দশকে সর্বনিম্ন। এর জেরে লক্ষ লক্ষ মানুষ সমস্যায় পড়তে পারেন বলে মত অর্থনীতিবিদদের।



২০১৪-য় নরেন্দ্র মোদী (Narendra Modi) ক্ষমতায় আসার পর থেকেই নিম্নমুখী ইপিএফও-র সুদের হার। ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত সুদের হার ছিল ৮.৭৫ শতাংশ। ২০১৫-১৬ অর্থবর্ষে এই হার বেড়ে হয় ৮.৮০ শতাংশ। তারপর আর ৮.৬৫ শতাংশের ওপর ওঠেনি এই সুদের হার।

একদিকে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়িয়ে দেওয়ার ফলে বাড়ি, গাড়ির ওপর সুদের পরিমাণ অনেকটা বেড়ে গেছে। অন্যদিকে ব্যাঙ্ক ডিপোজিট বা ইপিএফ সবেরই সুদের পরিমাণ ক্রমশ কমছে। পাশাপাশি, চরচর করে বাড়ছে মূল্যবৃদ্ধি।

তাহলে বয়স্ক মানুষ যাদের শেষ জীবন এই সুদের ওপর নির্ভরশীল এই বাজারে তাদের কিভাবে চলবে সেই প্রশ্নের কোন জবাব নেই কেন্দ্রের কাছে।

উল্লেখ্য, ১৯৭৭-৭৮ সালের পরে এই প্রথম এত কমে গেল EPF-র সুদের হার। সেইবছর সুদের হার ছিল ৮ শতাংশ।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মমতার দাবির পরই বড় সিদ্ধান্ত কেন্দ্রের,স্বাস্থ্য ও জীবন বিমায় উঠে যাচ্ছে জিএসটি
FacebookWhatsAppEmailShare
বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare