NEWSZNOW বাংলা

March 18, 2025, Tuesday 06:00:40

বাংলা ENGLISH

বাংলা বিভাগে ফিরে যান

তৃণমূলের চাপে ভুয়ো ভোটার ধরতে আজ বৈঠক করবে নির্বাচন কমিশন

মার্চ 17, 2025 < 1 min read

ডুপ্লিকেট এপিক নাম্বার তথা ভুয়ো ভোটার কার্ডের পর এবার তৃণমূলের নতুন অভিযোগ ক্লোনড আধার কার্ড নিয়ে। অর্থাৎ একই নম্বরের আধার কার্ড। যার সাহায্যে অনেক ক্ষেত্রেই ভুয়ো ভোটার কার্ড বানানো হচ্ছে বলেই জোড়াফুল শিবিরের অভিযোগ। ভোটার আইডি কার্ড দ্রুত আধার কার্ডের সঙ্গে যুক্ত হবে, এমন আশাবাদ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আগামী ১৮ মার্চ নির্বাচন কমিশন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব এবং ইউআইডিএআই-এর সিইও-এর সঙ্গে একটি বৈঠক করতে যাচ্ছে, যেখানে ভোটার আইডি এবং আধার সংযুক্তি নিয়ে আলোচনা হবে। বিশেষত তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ভোটার আইডিতে যত্রতত্র ডুপ্লিকেট এন্ট্রি নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর এই আলোচনা আরও গুরুত্ব পেয়েছে।
নির্বাচন কমিশন ইতিমধ্যে ঘোষণা করেছে যে আগামী তিন মাসের মধ্যে ভোটার তালিকা থেকে ডুপ্লিকেট এন্ট্রি মুছে ফেলা হবে।তৃণমূলের উদ্যোগেই এ ব্যাপারে একাট্টা মোদি বিরোধী শিবির। এমনকী ওড়িশার বিজু জনতা দলকেও এ ব্যাপারে তারা পক্ষে আনতে সক্ষম হয়েছে। তাই সম্মিলিত বিরোধীরা প্রথমে রাজ্যসভায়, পরে লোকসভায় ভুয়ো ভোটার কার্ড ইস্যুতে সরকারের ওপর চাপ বাড়াবে বলেই ঠিক করেছে।
অন্যদিকে, নির্বাচন কমিশনকেও ভুয়ো ভোটার কার্ড ইস্যুতে কাঠগড়ায় দাঁড় করিয়েছে তৃণমূল। কমিশন ইতিমধ্যেই মেনে নিয়েছে দেশে ডুপ্লিকেট এপিক (ইলেকটোরাল ফোটো আইডেন্টিটি কার্ড) রয়েছে। এবং সেটা অনেকদিন ধরেই। কমিশনের এই স্বীকারোক্তি তৃণমূল তথা বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। কমিশনের উপর আরও চাপ বাড়াতে স্রেফ ভুয়ো ভোটার কার্ডই নয়, ক্লোন করা আধার ইস্যুর অস্ত্রও আস্তিনের নীচে রাখছে তৃণমূল।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

ট্রেনের তলায় কাটা পড়ছে বাংলা: বরাদ্দ কমাচ্ছে কেন্দ্র

FacebookWhatsAppEmailShare

‘ভূতুড়ে’ ভোটার বাছতে জেলায় জেলায় কমিটি তৃণমূলের

FacebookWhatsAppEmailShare

মিড-ডে মিল এর বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা দফতরের নয়া পরামর্শ

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...