বাংলা বিভাগে ফিরে যান

বঙ্গ বিজেপিতে বাদ যাচ্ছেন যোগ্যরা

এপ্রিল 27, 2022 | < 1 min read

বিধানসভা নির্বাচনে খারাপ ফলের পর থেকেই বিজেপিতে বিজেপিতে অন্তর্দ্বন্দ্ব চরমে।
বিজেপির সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে বিজেপি কর্মীরা।

তার মধ্যে গত কয়েক মাস ধরে রাজ্য বিজেপিতে পদত্যাগের হিড়িক। এরই মাঝে, সুকান্ত মজুমদারের অভিজ্ঞতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন দিলীপ ঘোষ। তার সাফ বক্তব্য, ‘সুকান্তর অভিজ্ঞতা কম, সবে দায়িত্ব পেয়েছেন। কিন্তু ওঁর জানা উচিত, যারা এত দিন আন্দোলন করেছেন, তাদের গুরুত্ব দেওয়া জরুরি। এই পুরনো নেতাদের উপর বিশ্বাস করেই মানুষ রাস্তায় নেমেছেন। তাদের ভুলে গেলে চলবে না।’


আগামী সপ্তাহেই বাংলা-ইস্যুতে দিল্লিতে সাংগঠনিক বৈঠকে হাজির থাকতে পারেন দিলীপ ঘোষ। ফলে প্রশ্ন উঠছে, পার্টির সাম্প্রতিক মুষল পর্বে কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও কি গ্রহণযোগ্যতা হারাচ্ছেন সুকান্ত?


তাই কি রাজ্য সভাপতিকে এড়িয়ে বঙ্গ ব্রিগেডের ব্যাপারে খোঁজখবর নেওয়ার জন্য দিলীপ ঘোষকে ডাকার কথা ভাবছেন কেন্দ্রীয় নেতৃত্ব?
যদিও দিলীপবাবু এই বিষয়ে কোন বিতর্কে যাননি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রবিবারের মধ্যেই বঙ্গে ১০০ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী, সব বুথে হবে ওয়েবকাস্টিং
FacebookWhatsAppEmailShare
আরও দেড় লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায়, রাজ্যের খরচ ১২৬ কোটি
FacebookWhatsAppEmailShare
আর জি কর আন্দোলনের ‘প্রতিবাদী’ মুখ ডাঃ অভিজিৎ চৌধুরী সারদার টাকা নিয়েছিলেন?
FacebookWhatsAppEmailShare