খেলাধুলা বিভাগে ফিরে যান

আয়োজক কাতারকে হারালো ইকুয়েডর

নভেম্বর 21, 2022 | < 1 min read

ফিফা ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক কাতারকে ২-০ গোলে হারালো ইকুয়েডর। জোড়া গোল এন্নার ভ্যালেন্সিয়ার। ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন ইকুয়েডরের অধিনায়ক। ৩১ মিনিটে ২-০ করেন ভ্যালেন্সিয়া।

গোলের ব্যবধান আরও বাড়তে পারত। ম্যাচের তিন মিনিটে অফসাইডের জন্য বাতিল হয়ে যায় ইকুয়েডরের গোল। নয়তো উদ্বোধনী ম্যাচেই হ্যাটট্রিক করে ফেলতেন ভ্যালেন্সিয়া। প্রথমে গোল দিয়েছিলেন রেফারি। কিন্তু ভিএআরে গোল বাতিল করা হয়। অবশ্য প্রথম গোল পেতে বিশেষ অপেক্ষা করতে হয়নি। প্রথমার্ধের শেষে দুই গোলে এগিয়ে ছিল ইকুয়েডর।

কিন্তু সেলিব্রেশন শেষ হতেই ম্যাচে নাটক। কাতারি ফুটবলারদের আবেদনে সাড়া দিয়ে রেফারি ভার অর্থাৎ ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সিদ্ধান্ত নেন। সেখানে খুব কঠিন সিদ্ধান্ত হলেও দেখা যায় হেড করার সময় অফসাইডে ছিলেন ভ্যালেন্সিয়া। তাই সেই বাতিল করার সিদ্ধান্ত জানান রেফারি। ফলে ফুটবল বিশ্বকাপ ২০২২-এর প্রথম গোলই অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নভেম্বরেই আইপিএল নিলাম
FacebookWhatsAppEmailShare
বাংলাদেশ টেস্টে প্রথম একাদশে কে, ইঙ্গিত রোহিতের
FacebookWhatsAppEmailShare
কীভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারে ভারত?
FacebookWhatsAppEmailShare