আইএসএলে ভিএআরের দাবি ইস্টবেঙ্গলের,সমর্থন মোহনবাগানের
ভারতীয় ফুটবলে রেফারিং ইস্যু নিয়ে বিগত কয়েক বছর ধরে প্রচুর বিতর্ক দেখা গিয়েছে। ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষের ছবি দেখা গেছে প্রায় প্রতিটি বড় টুর্নামেন্টে। কলকাতা ময়দানের তিন প্রধান ক্লাব—ইমামি ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট এবং মহামেডান স্পোর্টিং—এই বিতর্কের বাইরে নয়। অনেক ম্যাচে রেফারির পক্ষপাতদুষ্ট বা বিতর্কিত সিদ্ধান্তের কারণে দলের ক্ষতি হয়েছে, যা নিয়ে বারবার আপত্তি জানিয়েছে বিভিন্ন ক্লাব। এই প্রেক্ষাপটে ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি চালুর দাবি বহুদিন ধরেই উঠে এসেছে, কিন্তু এখনও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
মহমেডান ম্য়াচে খারাপ রেফারিংয়ের শিকার হওয়ার আইএসএলে ভিএআরের জোরালো দাবি তুলেছে ইস্টবেঙ্গল ৷ সেই দাবি আরও জোরালো করল মোহনবাগানের সমর্থন। বাগান সচিব দেবাশিস দত্ত বলেছেন “দেশের সবচেয়ে বেশি পুরস্কার মূল্যের প্রতিযোগিতায় যে মানের ফুটবলাররা আসছেন, তাঁদের খেলা ভুল সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হলে দায় রেফারিকে নিতে হবে।”ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য দেবব্রত সরকার বলেছেন, “আমরা যদি আইএসএল-এর জন্য খেলোয়াড়দের জন্য বড় অংকের অর্থ ব্যয় করতে পারি, তাহলে কেন ভিএআর প্রযুক্তির পিছনে এআইএফএফ অর্থ ব্যয় করতে পারবে না? এই প্রযুক্তি চালুর মাধ্যমে ভারতীয় ফুটবলের মান বাড়ানো সম্ভব।”