দেশ বিভাগে ফিরে যান

আরজি কর মামলার শুনানির মধ্যেই নভেম্বরে অবসর প্রধান বিচারপতির, কী কী মামলা রয়েছে তাঁর অধীনে

অক্টোবর 8, 2024 | < 1 min read

আগামী নভেম্বর মাসে অবসর নিতে চলেছেন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। শীর্ষ আদালত সূত্রের খবর, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তিনি অবসর গ্রহণ করবেন। বিষয়টি প্রকাশ্যে আসতে শোরগোল তৈরি হয়েছে বিভিন্ন মহলে।আগামী ৮ নভেম্বর তাঁর শেষ কার্যদিবস, এবং এর আগে তিনি কয়েকটি সাংবিধানিক বেঞ্চের মামলায় রায় দেবেন, যার মধ্যে অনেকগুলোর আদেশ ইতিমধ্যেই সংরক্ষিত রয়েছে। শুধু আরজি কর নয়, এছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে প্রধান বিচারপতির এজলাসে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য, শিল্প মদ নিয়ন্ত্রণ করার অধিকার নিয়ে কেন্দ্র ও রাজ্যগুলির ক্ষমতার বিভাজন সংক্রান্ত একটি মামলা। এই মামলার রায়ের ওপর নির্ভর করবে মদের কর বাবদ কেন্দ্র এবং রাজ্যগুলি কে কত রাজস্ব আদায় করতে পারবে।

এছাড়াও এনআরসি নিয়ে অসমের একটি মামলা, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) সংখ্যালঘু মর্যাদা সংক্রান্ত বিষয়-সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে প্রধান বিচারপতির এজলাসে।শীর্ষ আদালতের নিয়ম অনুযায়ী, অভিজ্ঞতা ও বয়সের নিরিখে বর্ষীয়ান যিনি তিনিই প্রধান বিচারপতির পদে আসীন হবেন। সেই হিসাবেই পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন সঞ্জীব খান্না।ইতিমধ্যেই তাঁর নাম জানেন দেশের মানুষ। সৌজন্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতিতে অভিযুক্ত হয়ে যিনি প্রায় ৫০ দিন ছিলেন জেলে। সম্প্রতি যে তিনি অন্তর্বর্তী জামিন পেয়েছেন তা মঞ্জুর করেছে শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চ। সেখানেই ছিলেন বিচারপতি সঞ্জীব খান্না।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মাঠে ফিরেই বাজিমাত, কামব্যাকে ৪ উইকেট সামির
FacebookWhatsAppEmailShare
কোচিং সেন্টারের বিজ্ঞাপনে টপারের ছবি, ১০০% চাকরির নিশ্চয়তা নিয়ে কড়া নির্দেশিকা কেন্দ্রের
FacebookWhatsAppEmailShare
কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার
FacebookWhatsAppEmailShare