ভ্রমণ বিভাগে ফিরে যান

পুরুলিয়ায় নতুন ঘোরার জায়গা দুর্গাডি ইকো ট্যুরিজম

নভেম্বর 29, 2022 | < 1 min read

কাছে-পিঠের মধ্যে এখন বাঙালির অন্যতম প্রিয় পর্যটনস্থল পুরুলিয়া।

এবার এই পুরুলিয়া ট্যুরিজমে নতুন জায়গার সংযোজন, যার নাম দুর্গাডি ইকো ট্যুরিজম সাইট। 

এখানে পাহাড়-নদী-জঙ্গলের সবকিছুর স্বাদ মিলবে একসঙ্গে। 

সরকারি কটেজের পাশাপাশি রয়েছে চিলড্রেন পার্ক, ক্যান্টিন, টয়লেট ইত্যাদি আরও অনেক কিছুই। 

এছাড়া রয়েছে ক্যাম্পিং টেন্ট ও বনফায়ারের ব্যবস্থাও। জলের মাঝে ছোট ছোট দ্বীপ এই সবই পর্যটকদের মন ছুঁয়ে যাবে।

হাওড়া থেকে ট্রেনে বা ধর্মতলা থেকে বাসে করে পৌঁছে যেতে পারেন পুরুলিয়ায়। এরপর পুরুলিয়া স্টেশন বা বাসস্ট্যান্ড থেকে বেসরকারি বা সরকারি বাস বা ভাড়া করা গাড়ি করে পৌঁছে যান মানবাজার, মাত্র ঘন্টা দেড়েকের পথ। 

মানবাজার নামলে একেবারে সামনেই দুর্গাডি ইকোট্যুরিজম সাইট।

তাহলে এই শীতের ছুটিতে ঘুরে আসতেই পারেন কাছেপীঠের এই জায়গা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

পর্যটকদের জন্য নতুন ঠিকানা অপরূপ পাশাবং
FacebookWhatsAppEmailShare
এই গরমে আপনার গন্তব্য হোক পাহাড়ি অফবিট গ্রাম চিসাং
FacebookWhatsAppEmailShare
লাক্ষাদ্বীপ-মালদ্বীপ বিবাদের মূলে কে?
FacebookWhatsAppEmailShare