দুর্গা পুজো বিভাগে ফিরে যান

জলপথে প্রতিমা দর্শন

সেপ্টেম্বর 24, 2023 | < 1 min read

পুজোর সময় উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র দেখা যায় জনস্রোত। কলকাতার ছোট বড় সমস্ত পুজো মন্ডপেই থাকে দর্শনার্থীদের ভিড়। তাই এবছর মানুষকে আরও ভালোভাবে ঠাকুর দেখা সুযোগ করে দিতে পুজো পরিক্রমার ব্যবস্থায় নতুনত্ব এনেছে WBTC। এবার রাস্তার যানজট এড়াতে জলপথে দেখানো হবে ঠাকুর।

মোট ৫ ঘন্টার এই প্যাকেজে মিলেনিয়াম পার্ক থেকে লঞ্চ ছাড়বে সকাল ১১টায়। তারপর হাওয়া জেট ঘাট ঘুরে আহিরীটোলায় পৌঁছনোর পর এসি বাসে চেপে শুরু হবে ঠাকুর দেখা। আহিরীটোলা, শোভাবাজার রাজবাড়ি, কুমোরটুলি পার্ক ও সর্বজনীন, জগৎ মুখোপাধ্যায় পার্কের পুজো ঘুরে বলরাম মন্দির ও শ্রী শ্রী মায়ের বাড়ি দর্শন করে বাগবাজার সর্বজনীন পুজো মণ্ডপ হয়ে আবার লঞ্চে তুলে দেওয়া হবে দর্শনার্থীদের। এরপর সেই লঞ্চ জেটি ঘাট ঘুরে পৌঁছাবে মিলেনিয়াম পার্কে।

সপ্তমী, অষ্টমী, নবমী, এই তিনদিন থাকছে এই পুজো পরিক্রমার ব্যবস্থা। এই বিশেষ প্যাকেজে থাকছে খাওয়া দাওয়ার ব্যবস্থাও। মাথাপিছু রচ পড়বে ৭৫০ টাকা। পরিববহন দফতরের আয়োজিত এই পুজো পরিক্রমায় অংশ নিতে হলে আবেদন করতে হবে www.wbtcoline.in ওয়েবসাইটে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

পিতৃপক্ষেই কেন পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ করা হয়
FacebookWhatsAppEmailShare
মণ্ডপে ঢোকার আগে গোমূত্র পান, নিদান বিজেপি নেতার
FacebookWhatsAppEmailShare
দশমীর দিন ব্যাতাইচণ্ডীর মাথায় মা দুর্গার মুকুট পরিয়ে দেওয়াই রীতি রায়চৌধুরী বাড়ির পুজোয়
FacebookWhatsAppEmailShare